মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের শাহীন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বিকেলে সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মেহেরপুর সদর থানার এএসআই বাবুল মিয়া এদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোভীপুর গ্রামে অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজাসহ শাহীনকে গ্রেফতার করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত ও সাজা দেন। আদালতের নির্দেশে ওই দিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত শাহীন মেহেরপুর শহরের মুখার্জিপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে।