মেহের আমজাদ, মেহেরপুর(২৩-১১-১৬) মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা উপ-কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেখ ফরিদ আহমেদ। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, এন ডিসি রামানন্দ পাল, সহকারী কমিশনার (ভ’মি) শুভ্রা দাস, সহকারী কমিশনার আমীনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলামিন হোসেন, বর্তমান সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে.এম আতাউল হাকিম লাল মিয়া, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নূরুল আহমেদ,সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অরনি থিয়েটারের সভাপতি নিশান সাবের,মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন, বিটিভি’র শিল্পী আশরাফ মাহমুদ, সাংস্কৃতিক কর্মি শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ ।