মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয় ।
জেলা প্রশাসক পরিমল সিংহ-এর নেতৃত্বে র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যান্যদের মধ্যে অংশ গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, সহকারী কমিশনার আরিফ হোসেন,জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সুশান্ত কুমার হালদার, জেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মোর্শারফ হোসেন, সিডিপি-এর পরিচালক প্রভঞ্জন বিশ্বাস, মেহেরপুর ব্র্যাকের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, আশা’র মেহেরপুর সদর ব্রাঞ্চের ম্যানেজার আতিয়ার রহমান, সিবিএসডিপি-এর প্রকল্প ম্যানেজার সন্ধ্যা মন্ডল প্রমুখ।