13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
September 1, 2015 6:57 pm
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মেহেরপুর জেলা বিএনপি এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে।

জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিট প্রধানগন। জেলা বিএনপি’র সব ইউনিটের কমিটি পুনঃ গঠনের মধ্য দিয়ে বিএপি’র পরবর্তী আন্দোলন সংগ্রাম সফল করার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানের বক্তারা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

http://www.anandalokfoundation.com/