14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের বিউটিফিকেশন বক্স ও সেলাই মেশিন বিতরন

admin
June 29, 2016 11:03 pm
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরে “ নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ ” কর্মসূচী দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি , মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বেসিক বিউটিফিকেশন ও বেসিক সেলাই কাটিং কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের মাঝে বিউটিফিকেশন বক্স ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা পরিষদের হলরুমে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাধারন সম্পাদক ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী।

বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিউল আযম ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির যুগ্ম-সাধারন সম্পাদক আরিফুল এনাম বকুল। অনুষ্ঠানে ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের বিউটিফিকেশন বক্স, সেলাই মেশিনসহ অন্যান্য উপকরন  তুলে দেওয়া হয়।

http://www.anandalokfoundation.com/