মেহের আমজাদ,মেহেরপুর (১৭-০৯-১৭): মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মুস্তাফিজুর রহমান, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান. মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফউজ্জামান, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী, জেনালের হাসপাতালের সুপার ডা. মিজানুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ।