ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মূল্যস্ফীতি বেড়েছে ৬ দশমিক ২৪ শতাংশ

admin
October 7, 2015 9:56 am
Link Copied!

অর্থনৈতিক ডেস্কঃ ঈদের প্রভাবে  সেপ্টেম্বর মাসের সাধারণ মূল্যস্ফীতি  বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৪ ভাগ। যা আগস্ট মাসে ছিল ৬ দশমিক ১৭ ভাগ।

মঙ্গলবার রাজধানীর  শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে  শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাসিক মূল্যস্ফীতির এ হালনাগাদ তথ্য তুলে ধরেন।তিনি বলেন,  কোরবানির ঈদ থাকায় সেপ্টেম্বর মাসে মানুষ কেনাকাটা বেশি করেছে। এ প্রভাবে ওই মাসের মূল্যস্ফীতি একটু বেড়েছে। আগস্ট এ মূল্যস্ফীতির পরিমাণ ছিল ৬ দশমিক ১৭ ভাগ। আর ২০১৪ সালের  সেপ্টেম্বর মাসে এর পরিমাণ ছিল ৬ দশমিক ৮৩ ভাগ। সে হিসাবে এ বছর মূল্যস্ফীতির হার অনেটা কম।তিনি বলেন, এছাড়া আমরা মূল্যস্ফীতি অর্জনের কাংঙ্খিত লক্ষ্যে এগোচ্ছি। এ বছর আমাদের মূল্যস্ফীতি অর্জনের নির্ধারিত লক্ষ্যমাত্রা হলো ৬ দশমিক ৫ ভাগ।

বিবিএসের হালনাগাদ তথ্য পর্যালোচনা করে  দেখা যায়,  সেপ্টেম্বর মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার কমেছে। আগস্ট মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক শূন্য ৬ ভাগ সেপ্টেম্বর মাসে তা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯২ ভাগ। অন্যদিকে  খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়েছে। আগস্ট মাসে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৩৫ ভাগ। যা  সেপ্টেম্বর মাসে  বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক শূন্য ৭৩ ভাগ।গ্রামে আগস্ট মাসের সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৭৬ ভাগ সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৬ ভাগ।আগস্ট মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ২৬ ভাগ। এছাড়া খাদ্য বহির্ভূত পণ্যে আগস্ট মাসের মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৪১ ভাগ  সেপ্টেম্বর তা বেড়ে দাড়িয়েছে ৯৯ ভাগ।শহরগুলোতে  সেপ্টেম্বর মাসের সাধারণ মূল্যস্ফতির হার ৬ দশমিক ৯৬ ভাগ। খাদ্যপণ্যে ৭দশমিক ৪৭ ভাগ এবং খাদ্য বর্হিভুত ৬ দশমিক ৩৭ ভাগ।এদিকে বিবিএসের মজুরি সূচক পযালোচনা করে  দেখা যায়, আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে সাধারণ মজুরি সূচক কমেছে। আগস্ট মাসে মজুরি সূচক ছিল ৯ দশমিক ৯৩ ভাগ  সেপ্টেম্বর মাসে মজুরি সূচক কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬২ ভাগ।

http://www.anandalokfoundation.com/