মেহের আমজাদ,মেহেরপুরঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মুজিবনগর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সকালে রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা শেষে বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইউদ্দীনকে সভাপতি ও মহিষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেনকে সাধারন সম্পাদক করে মোট ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঃ প্রশান্ত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমরউদ্দীন এবং মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।