13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আইসিজের এই আদেশের মাধ্যমে মিয়ানমারের বোধোদয় হবে -আইনমন্ত্রী

Ovi Pandey
January 24, 2020 9:12 pm
Link Copied!

দি নিউজ ডেক্সঃ পৃথিবীর সব শান্তিকামী মানুষের জন্য গতকাল রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক আদালত আইসিজে যে আদেশ দিয়েছে তাতে আমরা আশা করি এই আদেশের মাধ্যমে মিয়ানমারের বোধোদয় হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

আজ ব্রাহ্মণবাড়িয়ার কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কসবা উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন বিশ্বের শান্তির কথা ভেবে মানুষের জন্য গত বৃহস্পতিবার রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক আদালত আইসিজে যে আদেশ দিয়েছে, সেটি অত্যন্ত সুস্পষ্ট। এই আদেশকে সবাই স্বাগত জানিয়েছে। আমরা আশা করি, এই আদেশের মাধ্যমে মিয়ানমারের বোধোদয় হবে। মিয়ানমার সরকার এটি মেনে চলবে। এর মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবর্তনের পথ অনেকটাই সুগম হবে।

http://www.anandalokfoundation.com/