14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যা মামলায় ফাসিয়ে দিয়ে জায়গা দখলের অভিযোগ

admin
May 8, 2016 4:59 pm
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া মিথ্যা মামলায় ফাসিয়ে দিয়ে প্রতিপক্ষরা পেশী শক্তি প্রয়োগকরে জায়গা দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সুত্রে জানাগেছে উপজেলার পশ্চিম বাগধা গ্রামের কহিলউদ্দিন সরদারের ছেলে মোকলেচ সরদার, মোশারফ সরদারের সাথে দীর্ঘদিন যাবৎ স্থানীয় মোঃ জব্বার মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ইতোপূর্বে ওই বিরোধীয় জায়গা দখলে জব্বার মিয়া পাঁকা সীমানা প্রাচীর দেওয়া শুরু করলে মোকলেচ সরদার তাতে বাধা দেয়। পরবর্তীতে জব্বার মিয়া মোকলেচ সরদার ও তার অনুসারী ১৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজী, অগ্নিসংযোগের অভিযোগ এনে মামলা দায়ের করলে আদালত মোকলেচ সহ কয়েকজনকে ওই মামলায় কারাগারে প্রেরন করে।

মোকলেচ সরদার কারাগারে থাকার সুযোগ নিয়ে জব্বার মিয়া তার অনুসারী লোকজন নিয়ে গত ৬ই মে ওই বিরোধীয় জায়গায় পাঁকা সীমানা প্রাচীর নির্মান করে। সীমানা প্রাচীর নির্মানকালীন মোকলেচ সরদারের স্ত্রী বিউটি বেগম বাঁধা দিলে তাকে সহ ও তার ছেলে সজীব সরদার রাকিব সরদারকে জব্বার মিয়া ও তার লোকজন হামলা চালিয়ে আহত করে বলে বিউটি বেগম সাংবাদিকদের জানান।

http://www.anandalokfoundation.com/