14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের আবারও ১০টাকা চাল ও কার্ড বিতরনে অনিয়ম, এক ওয়ার্ডে ৩২২ কার্ড। কিছু ওয়ার্ডে কার্ড একটাও পায়নি

admin
November 21, 2016 12:01 pm
Link Copied!

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুরঃ মাদারীপুরের আবারও ১০টাকা চাল ও কার্ড বিতরনে অনিয়ম, ইউনিয়নের এক ওয়ার্ডে ৩২২ কার্ড, কিছু ওয়ার্ডের মেম্বারদের কে একটি কার্ড বিতরনের জন্য দেয়া হয় নাই। এমনকি চালের ডিলার নিজ নামেসহ আত্মীয়-স্বজনের নামে একধিক কার্ড রেখেছে। এবং ইউনিয়নে যারা কার্ড পেয়েছে তাদের মধ্যে বেশীর ভাগ লোককে তিন বারের স্বাক্ষর দিয়ে দুই বার চাল দেয়ার অভিযোগ উঠেছে। ইউনিয়নের হতদরিদ্রদের বাদ দিয়ে অপেক্ষাকৃত ধনী ও নিজের সমর্থকদের নামে তালিকা প্রনয়ণে কারনে প্রধানমন্ত্রীর অগ্রধীকার এই কর্মসূচীর সুফল পাচ্ছে না দরিদ্ররা। এতে করে চাপা ক্ষোভ বিরাজ করছে বঞ্চিতদের মাঝে।

সরেজমিনে ঘুরে জানা যায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে মোট কার্ড পেয়েছে ৮১৬টি, গরীবদের বাদ দিয়ে চেয়ারম্যান ও মেম্বাররা তাদের নিজস্ব ও ধনী লোকদের নামে তালিকা করেছেন। এছাড়াও এক ব্যক্তি একাধিক কার্ড পেয়েছে বলে অভিযোগ উঠেছে। কালিকাপুর ইউনিয়নের হত দরিদ্রদের চাল বিতারনের ডিলার মোঃ দবির খানের নামে রয়েছে দুটি কার্ড ইস্যু করা(৪০২, ৫৬৬)। কালিকাপুর গ্রামের ৫নং ওয়ার্ডের কবির খানের নামে রয়েছে দুটি কার্ড তার বাড়িতে রয়েছে ১ তলা বিল্ডিং এবং দুই ছেলে বিদেশ থাকে। তেলাম আকন, সেলিম ঢালি, আলি আহমদ বেপারী, ছোরহাব মাতুব্বর, জব্বার চৌকিদার, রকিব খান, ছোবাহান মাল, রহিম মাদবর, মনাই চৌকিদার, আঃ ওহাব বেপারী, সেলিম শরিফ সহ প্রায় ১২০  জনের লোকের নামে হত দরিদ্রদের কার্ড  দুটি করে ইস্যু করা হয়েছে। তবে এদের সবাই বিত্তবান তাদের বাড়িতে  পাকা ঘর/ টিনসেট বিল্ডিং আছে। আধাপাকা বাড়ি, টিভি ফ্রিজ এবং জমিজমা রয়েছে এবং তাদের অনেকেই বিদেশে থাকে। তস্তার মোড় গ্রামের ৪নং ওয়ার্ডের কাসেম খান এক ডিলারের শশুর, তার দুই ছেলে বিদেশে থাকে। সে হতদরিদ্রদের কার্ড পেয়েছে। এছাড়াও কৃষ্ণপুরের ঔষধ ব্যবাসায়ী ওবাইদুল, বাড়িতেও পাকা ঘর রয়েছে, সেও পেয়েছে হতদরিদ্রদের কার্ড। অন্যদিকে সরকারীভাবে কোন প্রকার সহযোগীতা পায়না এরকম সুফিয়া বেগম, শেফালি বেগম, সালমা বেগমসহ কয়েক হাজার নারী-পুরুষ রয়েছে যাদের নেই কোন বাড়িঘর জমি জমা। অথচ তারা কার্ড পায়নি। এছাড়াও একই ইউনিয়নের ২নং ওয়ার্ডে হত দরিদ্র, যাদের কোন জমিজমা নেই, থাকে আশ্রায়ন প্রকল্পে, সেখানে প্রায় তিনশত ভোটারের বসবাস। সেখানে দেওয়া হয়েছে মাত্র ৫টি কার্ড। আর যারা কার্ড পেয়েছে তাদের মধ্যে কার্ডে প্রত্যেকে ৩বার চাউল দেওয়ার কথা লেখা থাকলেও  চাউল দেওয়া হয়েছে ২বার করে। তবে সব কার্ডে ডিলারা ৩বার চাউল দেওয়ার স্বাক্ষর রয়েছে।

সুফিয়া, শেফালী, সালমা, অসহায় নারী রয়েছে যাদের স্বামী নেই, বড় কোন ছেলে মেয়েও নেই। নেই কোন জমি জমাও । কেউ কেউ বাড়িতে কাজ করে সংসার চালায়। কেউ ইটের ভাটায় কাজ করে সংসার চালায় কিন্তু তারা ১০টাকা চালে কার্ড পায়নী। যাদের পাকা ঘর আছে, ছেলেরা বিদেশ থাকে , আলিশান বাড়ী রয়েছে, কোন কাজ করে খেতে হয় না। এবং এমন অনেকেই রয়েছে তাদের নামে দুটি করে কার্ড রয়েছে।

কয়েক জন ওয়ার্ড মেম্বার চেয়ারম্যানের প্রতি অভিযোগ করে বলেন আমাদের ওয়ার্ডে একটা কার্ড ও দেয়া হয় নাই, আমাদের চেয়ারম্যান কখনো আমাদের কোন কাজেও ডাকে না। অথচও ডিলার দবির খানের নামে দুটি কার্ড রয়েছে। এবং সে নাকি নিজেই নিজের ১০টাকা চালের কার্ড নিয়েছে, তাকে কেউ দেয়নী।

কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. এজাজুর রহমান আকন-একটি ওয়ার্ডে ৩২২ টি কার্ডের কথা অস্বীকার করে বলেন। আমার ইউনিয়নে কোন প্রকার অনিয়ম হচ্ছে না। তবে দুটি ডিলার ও এলাকায় কার্ড বিতারনে কোন দুর্নিতি হলে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

মাদারীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর আহম্মদ বলেন অভিযোগের ভিত্তিতে বেশ কয়েটি ইউনিয়নের কার্ড সংশোধন করা হয়েছে। কেউ লিখিত অভিযোগ দিলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।শুধু তাই নয় আমাদের খাদ্য অফিস থেকে যদি কেউ এর সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা নেয়া হবে।

http://www.anandalokfoundation.com/