13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা শালিখায় কমিউনিটি পুলিশিং এর র‌্যালী ও সমাবেশ

admin
September 10, 2015 7:22 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি : সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনায় জনণের সহায়তা ও অংশগ্রহণ কামনা করে  বৃহস্পতিবার দুপুরে মাগুরার শালিখায় কমিউনিটি পুলিশিং এর র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত র‌্যালীটি শালিখা থানা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। শালিখা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল কুমার দে, কমিউনিটি পুলিশিং কমিটির শালিখা থানা আহবায়ক কামাল হোসেন, মোঃ আরজ আলী বিশ্বাস, শংকর বিশ্বাস, আতিয়ার রহমান, রমজান আলী, ডলার আহমেদ প্রমুখ। সমাবেশ থেকে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে আইন শৃংখলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশের কর্মকান্ডকে সহায়তা করার আহবান জানানো হয়।

http://www.anandalokfoundation.com/