13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ করেছে পুলিশ

admin
October 7, 2015 5:20 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় সন্ত্রস ও মাদক বিরোধী সমাবেশ অনুিষ্ঠত হয়েছে  গত কাল এ সমাবেশের আয়োজন করা হয়।মাগুরা জেলার গোয়েন্দাপুলিশের ওসি ইমাউল হকের সভাপতিত্বে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার এ, কে, এম এহসানউল্লা ।

বিশেষ অতিথি ছিলেন অতিরিত্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম ।সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু নাসির বাবলু প্রমুখ। সমাবেশ থেকে পুলিশের পক্ষ থেকে বলা হয় সন্ত্রাস মাদক ও চাঁদাবাজি বন্ধের জন্য সাধারন জণগনের সহযোগিতা চাওয়া হয়।  সভায় বত্তারা পুলিশ ও জনগনের মধ্যে সমন্নয় জানান ।

সভা থেকে মাগুরায় আর কোনো ধরনের অবৈধ অস্ত্র ব্যবহার করতে দেওয়া হবে না বলে ।আরো ঘোষনা দেয় মাগুরা ডিবি পুলিশ।  সেই সঙ্গে জেলায় কোনো ধরনের মাদক কেনাবেচা  যেন না হয় সে ব্যাপাওে জনগণকে সচেতন থাকতে আহ্বান জানানো হয়েছে।

http://www.anandalokfoundation.com/