মাগুরা প্রতিনিধি : মাগুরায় বেসরকারি শিক্ষক কর্মচারী (এমপিও ভুক্ত ) দের নতুন জাতীয় পে-স্কেলের অর্ন্তভূক্ত করায় বৃহস্পতিবার বিকালে শহরে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে । স্বাধীনতা শিক্ষক পরিষদ মাগুরা জেলা শাখা এ আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করে ।
শহরের চৌরঙ্গী মোড় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । পরে চৌরঙ্গী মোড়ে জেলা শাখার আহবায়ক আনিচুর রহমান খোকনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ সুর্যকান্ত বিশ্বাস , অধ্যাপক আফজাল হোসেন , উপাধ্যক্ষ আদিত্য বিশ্বাস , অধ্যক্ষ ইমাম জাফর , সহকারি অধ্যাপক শংকর বিশ্বাস ,অধ্যক্ষ আনোয়ার হোসেন ও আলিমুজ্জামান প্রমুখ । সমাবেশে বক্তারা বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেল দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান । তাছাড়া আগামী দিনে দেশের সকল শিক্ষাব্যবস্থাকে জাতীয় করণের দাবী জানান ।