ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় খেলার মাঠ সংস্করণের দাবীতে মানববন্ধন

admin
September 1, 2015 7:44 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি : মাগুরা পৌরসভার অভ্যন্তরে শহরের ৪ টি প্রধান মাঠ সংস্করণ, মাঠে জলাবদ্ধতা দূরীকরণ ও খেলার পরিবেশ ফেরাতে শহরের চৌরঙ্গী মোড়ে  মঙ্গলবার বিকালে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে ।

মাগুরার অন্যতম ক্রীড়া সংগঠন ইয়াং স্টার একাডেমী এ মানববন্ধনের আয়োজন করে । মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাগুরা ক্রিকেট একাডেমীর কোচ সাদ্দাম হোসেন গোর্কী ,মাগুরা সরকারি কলেজের ক্রিড়া শিক্ষক ফরিদুল হক , সাংবাদিক অলোক বোস , সাংবাদিক শরীফ তেহরান টুটুল , সাংস্কৃতিক কর্মী বিশ্বজিৎ বিশ্বাস ও ইয়াং স্টার একাডেমীর পরিচালক বারিক আনজাম বারকি প্রমুখ । প্রত্যেক বক্তা অবিলম্বে শহরের অভ্যন্তরে   ৪ টি প্রধান মাঠ সংস্করণ, মাঠে জলাবদ্ধতা দূরীকরণ ও খেলার পরিবেশ ফেরাতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু দৃষ্টি ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি  জোর দাবী জানান । মানববন্ধনে ইয়াং স্টার একাডেমী শতাধিক খেলোয়াড় অংশ নেয় ।

http://www.anandalokfoundation.com/