14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মহিলা মার্কেটের বরাদ্দকৃত ভাড়াটিয়া মালিকদের জালিয়াতি

admin
February 6, 2016 5:44 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ- মধুখালী উপজেলার মধ্যে কামারখালী বাজারে ২০০৭ইং সনে ৫রুম বিশিষ্ট একটি মহিলা মার্কেট স্থাপন করা হয়। এ মহিলা মার্কেট বিগত ২০-১১-২০০৭ইং সনে শুভ উদ্বোধন করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম। এই ৫টি রুম ৫জনের নামে ৫বছরের জন্য মাসিক ১২০ হারে বরাদ্দ দেন। বরাদ্দকৃত ভাড়াটিয়া মালিকরা হলেন ১। কমলারাণী শীল ২। আখিরননেছা ৩। আলেয়া বেগম মিরা ৪। মালতী রাণী সাহা ৫। কাজী আজমেরী বেগম।

এই ৫ জনের মধ্যে কমলারাণী শীল ব্যতিত কেহ সঠিক ভাবে দোকানদারি করেনা। বাকি ৪জন ভাড়া দিয়ে খাচ্ছে তাই মার্কেটে ভাড়াটিয়াদের সাথে আলাপ আলোচনা করে জানা গেল তারা অগ্রিম ২০ হাজার টাকা এবং মাসিক ৮০০-১০০০ টাকা ভাড়া দেয়।

তাছাড়া ভাড়াটিয়া মালিকদের প্রথম চুক্তি ৫ বছর এবং ২য় চুক্তির মেয়াদ প্রায় শেষ যাহা বরাদ্দকৃত ভাড়াটিয়া মালিকরা সরকারের সাথে জালিয়াতি করিয়াছে বলিয়া প্রমান পাওয়া যায়।

এ ব্যাপারে কামারখালী বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক আঃ সালাম মন্ডল বলেন। কামারখালী মহিলা মার্কেটের বরাদ্দকৃত ভাড়াটিয়া মালিকরা মার্কেটের দোকান ভাড়া দিয়ে মার্কেটের চরম ক্ষতি করছে।

কারন বর্তমান মার্কেটের চাহিদা ব্যাপক হওয়ায় ভাড়াটিয়াদের পুজি না থাকায় এবং মার্কেট তদারকি না থাকায় তারা অন্য লোকের নিকট ২০,০০০টাকা অগ্রিম ও ৮০০-১০০০ টাকা মাসিক হারে অন্যত্র পুরুষদের নিকট ভাড়া দিয়ে তারা অন্য কাজ করে বেড়াচ্ছে।

তাই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জোর দাবি তোলেন। এই মার্কেটের পুরাতন ভাড়াটিয়া প্রত্যাহার করে নতুনদের মাঝে ভাড়া বৃদ্ধি এবং অগ্রিম টাকার জমারাখার আইন করে গরিব ব্যবসায়ী মানুষের মাঝে বরাদ্দ দিয়ে ব্যবসা বানিজ্য করার অনুমতি দিতে মর্জি হয়।

এছাড়া তিনি আরো জানান এই মহিলা মার্কেটের নলকুপটি বর্তমান নষ্ট এবং ভাড়াটিয়া দোকানদাররা আজেবাজে ব্যবসা করে ল্যাট্রিন নোংরা এবং মাকেটের ভিতরে নোংরা জিনিস রেখে মার্কেটের পরিবেশ নষ্ট করে রেখেছেন। যাহার তদারকি একান্ত প্রয়োজন বলে মনে করেন।

http://www.anandalokfoundation.com/