ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ উপনির্বাচনে প্রার্থীর বিষয়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা আজ

Rai Kishori
August 30, 2020 10:19 am
Link Copied!

পাবনা-৪, ঢাকা-৫, নওগা-৬, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ এই পাঁচটি আসনের উপনির্বাচনে প্রার্থীদের গোয়েন্দা সংস্থা, সাংগঠনিক চ্যানেল ও নিজস্ব সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছেন আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ রোববার বিকেলে বসছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা।

আওয়ামী লীগের সভাপতি ও বোর্ডের প্রধান শেখ হাসিনা ছাড়া আর পাঁচজনকে বৈঠকে ডাকার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এরা হলেন—আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, আবদুর রাজ্জাক ও ফারুক খান। বৈঠকে কারা উপস্থিত হবেন সে বিষয়ে জানিয়ে দেওয়ার দায়িত্ব সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা।

পাবনা-৪ আসনে ভোট হবে আগামী ২৬ সেপ্টেম্বর। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ওরফে ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল।

ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে ভোট হবে ১৭ই অক্টোবর। ঢাকা-৫ আসনের সাংসদ ছিলেন আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লা। নওগাঁ-৬ এর প্রয়াত সাংসদ আওয়ামী লীগের ইসরাফিল আলম।

এর মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুন মারা যাওয়ার পর যথাক্রমে সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসন দুটিও শূন্য হয়েছে।

নির্বাচন কমিশন এই দুটি আসনে ভোটের তারিখ ঘোষণা করেনি। তবে আওয়ামী লীগ পাঁচটি আসনেই দলীয় প্রার্থী বাছাই করার লক্ষ্যে ফরম বিক্রি করেছে। প্রতিটির দাম ৩০ হাজার টাকা।

আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, পাঁচটি আসনের উপনির্বাচনে ১৪১ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অর্থাৎ প্রতি আসনে গড়ে আগ্রহী প্রার্থী ২৮ জন। ঢাকা-১৮ আসনে সর্বোচ্চ ৫৬ এবং সিরাজগঞ্জ-১ এ সর্বনিম্ন তিনজন দলীয় ফরম সংগ্রহ করেন।

আওয়ামী লীগের দলীয় সূত্র থেকে জানা গেছে, ২০১৪ সালের একতরফা নির্বাচনে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হন। বাকি ১৪৭ আসনের প্রতিটিতে গড়ে ১৭ জন দলীয় ফরম সংগ্রহ করেছিলেন। সর্বশেষ জাতীয় নির্বাচনে প্রতি আসনের বিপরীতে ১৪ জন ফরম সংগ্রহ করেছিলেন। অর্থাৎ এবার সাম্প্রতিক কালে সবচেয়ে বেশি প্রার্থী আগ্রহ দেখিয়েছেন।

দলীয় সূত্র জানায়, ঢাকার দুটি আসন এবং পাবনা-৪ আসন নিয়ে দলীয় নীতিনির্ধারকেরা কিছুটা চিন্তিত। কারণ, ঢাকা-৫ ও পাবনা-৪ আসনে প্রয়াত সাংসদদের পরিবার মনোনয়নের সবচেয়ে বড় দাবিদার। কিন্তু তাদের নিয়ে দল দ্বিধাবিভক্ত। আবার পরিবারের বাইরে যারা চাইছেন, তাঁরাও এতটা শক্তিশালী প্রার্থী নন। এ অবস্থায় গোয়েন্দা এবং অন্যান্য জরিপে এগিয়ে থাকা দলীয় নেতাদের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু উপনির্বাচনে বিএনপি অংশ নেবে কী না, তা স্পষ্ট নয়। এ জন্যে সাংসদদের পরিবারের বাইরে গিয়ে প্রার্থী বাছাইয়ের চেষ্টা থাকবে।

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ পাবনা-৪ আসনের পাঁচবারের সাংসদ ছিলেন। এবার এই আসনে দলীয় ফরম সংগ্রহ করেছেন ২৮ জন। এর মধ্যে তাঁর স্ত্রী-সন্তান, মেয়ের জামাইসহ স্বজনই ছয়জন।

ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লা পাঁচবারের সাংসদ। ছেলে মশিউর রহমান মোল্লা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মান্নাফীর মনোনয়ন সংগ্রহের ফলে কি হতে যাচ্ছে, তা আঁচ করতে পারছেন না দলের নেতা-কর্মীরা। এই আসনে দলের ফরম সংগ্রহ করেছেন ২০ জন।

ঢাকা-১৮ আসনে ২০০৮ সাল থেকে টানা সাংসদ ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন। মন্ত্রীও হয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন পুতুল প্রার্থী হতে পারেন-সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রচারে প্রার্থিতা নিয়ে আলোচনা বেড়ে যায়। যদিও পুতুলের প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতারাই ওয়াকিবহাল নন। গত জাতীয় নির্বাচনে মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগের কিছু কেন্দ্রীয় নেতার নামও আলোচনায় আসে। স্থানীয় নাকি বাইরের; ব্যবসায়ী নাকি রাজনীতিক; সাহারা খাতুনের পরিবারের নাকি অন্য কেউ-এসব প্রশ্নও সামনে এসেছে এ আসনে। ফলে আগ্রহী প্রার্থীও বেশি, সর্বোচ্চ ৫৬ জন।

নওগাঁ-৬ আসনের দীর্ঘদিনের সাংসদ ছিলেন ইসরাফিল আলম। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এই আসনে মনোনয়ন নিয়েছেন ৩৪ জন। রানীনগর ও আত্রাইয়ের প্রায় সব গুরুত্বপূর্ণ নেতা ফরম সংগ্রহ করেছেন। তবে ইসরাফিলের স্ত্রী সুলতানা পারভীনের সম্ভাবনা নিয়ে দলে আলোচনা আছে।

সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়ন মোহাম্মদ নাসিমের পরিবারেই থাকছে। তবে কে, এটা একটা আলোচনার বিষয়। কারণ, নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ের পাশাপাশি তাঁর চাচাতো ভাই শেহরীন সেলিমও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ১৯৯৬ ও ২০০১ সালে নাসিমের সঙ্গে সেহরীনের বাবা মোহাম্মদ সেলিমের মনোনয়ন লড়াই জাতীয় রাজনীতিতেই আলোচিত ঘটনা ছিল। সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীরও সদস্য ছিলেন। কিন্তু মনোনয়ন লড়াইয়ে সব সময় নাসিমই জয়ী হয়েছেন। এবারও নাসিমের ছেলে তানভীর শাকিলেরই মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি। এক-এগারোর পর আইনি জটিলতায় নাসিম প্রার্থী হতে পারেননি। ২০০৮ সালের ভোটে তানভীর শাকিল বাবার আসনে সাংসদ হয়েছিলেন।

http://www.anandalokfoundation.com/