ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু

admin
February 18, 2017 8:03 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ  ফরিদপুর জেলার মধুখালী ১১৫ জন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ সহ মধুখালীতে ৪ দিন ব্যাপি মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু হয়েছে।

আজ শনিবার ১৮ ফেব্রুয়ারী উপজেলা পরিষদ মিলনায়তনে অনলাইনে আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই প্রক্রিয়া  শুরু  হয়েছে ।  ২ মার্চ সনদ প্রাপ্ত ও  ৪ মার্চ যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। আজ ১৮ ফেব্রুয়ারী শনিবার মধুখালী পৌরসভা, কামারখালী, বাগাট, নওপাড়া, কামালদিয়া, রায়পুর এবং রোববার  ১৯ ফেব্রুয়ারী ডুমাইন, মেগচামী, গাজনা, জাহাপুর, আড়পাড়া, কোড়কদি ইউনিয়নের অনলাইনে আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই হবে। উপজেলায় ভাতা  প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ৪২৫ জন, অনলঅইনে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হওয়ার আবেদন করেছেন আরও ৫২৬জন। এ ছাড়াও অন লাইনে আবেদন করেন নাই অথচ আবেদন করার জন্য অপেক্ষায় আছেন ১৪ জন ।

যাচাই বাছাইতে উপস্থিত ছিলেন জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  মোঃ আবুল ফয়েজ, জেলা সহকারী  কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান, জেলা সহকারী  কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা মোঃ মহসিন আলী,  মধুখালী  উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.খুরশিদ আলম, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কবিরুল আলম, জাতীয়  মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব ও সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার ।

উপস্থিত আবেদন কারীদের  অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান, যাচাই বাছাই কার্যক্রমে স্বাক্ষ্য দেওয়ার নামে এবং মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত করার প্রতিশ্রুতিতে লক্ষ লক্ষ টাকার বানিজ্য চলছে। তবে বাছাই কমিটির দক্ষতা ও স্বচ্ছতার সাথে যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করছেন বলে জানা গেছে।

৪৫ বছর পর কে হবেন সৌভাগ্যবান মুক্তিযোদ্ধা আর সে জন্য অপেক্ষা  করতে হবে যাচাই বাছাই  কার্যক্রম শেষ পর্যন্ত ।

http://www.anandalokfoundation.com/