14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতের পাঞ্জাবকে বিচ্ছিন্ন করতে গিয়ে ক্ষমতা ছাড়তে হলো জাস্টিন ট্রুডোকে

Link Copied!

প্রায় দেড় দশক ধরে ট্রুডো শিখ বিচ্ছিন্নতাবাদীদের কানাডায় আশ্রয় দিয়ে লজিস্টিক সাপোর্ট দিয়ে চেয়েছিলেন ভারতের পাঞ্জাবকে বিচ্ছিন্ন করতে। পরিনামে ট্রুডোকেই বিচ্ছিন্ন হয়ে যেত হলো। ভারতের কূটনৈতিক চালে জাস্টিন ট্রুডো বাধ্য হয়েছেন পদত্যাগ করতে। তেমনি ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করতে গিয়ে পাকিস্তানের ভিখারি হতে হয়েছে।
কানাডায় বসবাসরত শিখদের খুশি করার জন্য তিনি আন্তর্জাতিক ভাবে ভারতকে একটি সাম্প্রদায়িক সন্ত্রাসী দেশ হিসাবে তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু ব্যর্থ হয়েছেন। কানাডায় আশ্রিত ভারতে ঘোষিত কুখ্যাত জঙ্গি নেতা নির্জর সহ কয়েকজন কুখ্যাত সন্ত্রাসী অজ্ঞাত ব্যক্তিদের হাতে নিহতের ঘটনাকে ট্রুডো ঢাল হিসাবে ব্যবহার করে ভারতকে কাঠগড়ায় তোলার আপ্রাণ চেষ্টা করেছিলেন। সেই জন্য তিনি আমেরিকান সিআইএ এবং ফাইভ আইস এর সহায়তা নিয়েছিলেন। ভারত শুধু বলেছিলো হত্যার পিছনে যে ভারত জড়িত তার প্রমাণ দাখিল করতে। কিন্তু জাস্টিন ট্রুডো কোন প্রমাণ দাখিল করতে পারেনি। কানাডাকে কেন্দ্র করে আমেরিকাও সুযোগ বুঝে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বিরুদ্ধে আমেরিকার আদালতে মামলা করে দিয়েছিল।
ভারতকে কোনঠাসা করার জন্য কানাডার পাশে ছিলো মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যা ফাইভ আইস নামের একটি সমন্বিত গোয়ান্দা সংস্থা। শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা পান্নুন আমেরিকায় বসে ভারতকে ভিডিও বার্তায় জঙ্গি হুশিয়ারি দিয়ে যাচ্ছিলো কিন্তু বাইডেন প্রশাসন পান্নুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং অজিত দোভাল ঠান্ডা মাথায় সমস্ত ঘটনার উপর নজর রেখে যাচ্ছিলেন। যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন তখন তাদের খেলা শুরু হয়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই বলেছিলেন কানাডা থেকে আমদানিকৃত জিনিসপত্রের উপর তারা ২০% শুল্ক আরোপ করবেন। এরপর ট্রুডো ঠেলায় পড়ে ট্রাম্পের সাথে দেখা করতে এসেছিলেন। ট্রাম্প ট্রুডোকে পরামর্শ দিয়েছিলেন কানাডাকে আমেরিকার সাথে মিশে যাওয়ার জন্য।
এখন বুঝা যাচ্ছে বাইডেন প্রশাসনের চলে যাওয়ার মাত্র ১৫দিন আগে জয় শঙ্কর এবং বিনয় মিশ্রি কেন ৬ দিন ব্যাপী আমেরিকার বসে ছিলেন।
ভারত সমস্ত ব্যাপারটি কুটনৈতিক ভাবে মোকাবেলা করেছে। ভারত কোন দিক দিয়েই কানাডার উপর নির্ভরশীল নয়। বরং কানাডা অনেক দিক দিয়ে ভারতের উপর নির্ভরশীল। ভারত শুধু কানাডিয়ান শিখদের ভিসার উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল। এতেই ট্রুডোর উপর শিখদের আস্থা অর্ধেকে নেমে এসেছিলো। শুধু তাই নয় ভারত সরকার যে সমস্ত শিখ জঙ্গিদের নামে মামলা রয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে দিয়েছে। এতে কানাডায় বসবাসরত অনেক শিখ বেকায়দায় পড়েছে যার প্রভাব কানাডায় ট্রুডোর উপর পড়েছে।
http://www.anandalokfoundation.com/