14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতের উদ্দেশ্যে পালিয়েও শেষ রক্ষা হলোনা প্রেমিক জুটির

admin
September 22, 2017 1:36 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর): পরিবারের ভয়ে প্রেমিকাকে নিয়ে গ্রাম ছেড়ে ভারতের উদ্দেশ্য পালিয়েও শেষ রক্ষা হয়নি এক প্রেমিক জুটির। সীমান্ত পাড়ি দেওয়ার সময় বর্ডার গার্ড (বিজিবি) তাদের আটক করে পুলিশে দিয়েছে।

বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) রাত ৮ টায় বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ  থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটক প্রেমিক জুটি হচ্ছে, মাদারীপুরের রাজন থানার সুকান্ত বিশ্বাসের মেয়ে মনজু বিশ্বাস(১৫)। সে চতুসপল্লী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ও একই উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের কমলা কান্ত মল্লিকের ছেলে উত্তম  মল্লিক(২২)।

২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল হোসেন   জানান, বিজিবি সীমান্তে টহল দেওয়ার সময় তাদের আচারনে সন্দেহ হলে আটক করা হয়। পরে জিজ্ঞাসা বাদে এসব ঘটনা জানা যায়। তারা একে অপরকে স্বামী-স্ত্রী দাবী করলে ও কোন প্রমান দেখাতে পারেনি। পরিবারের সিদ্ধান্ত ছাড়া বাড়ি থেকে পালিয়ে দালালের মাধ্যমে ভারতে যাচ্ছিল।  বিষয়টি তাদের পরিবারকে জানিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) তাইজুল জানান, এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে। শুক্রবার(২২ সেপ্টেম্বর) দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

http://www.anandalokfoundation.com/