ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভরি প্রতি এক হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষাণা দিলো বাজুস

admin
September 10, 2019 10:30 pm
Link Copied!

গত আগস্ট মাসে টানা চারবার স্বর্ণের দাম বাড়ার পর এবার কমানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ মঙ্গলবার বাজুস ভরি প্রতি এক হাজার ১৬৬ টাকা কমানো এ ঘোষণা দেয়। ১০ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর করা হবে। নতুন দাম অনুযায়ী-  ২২ ক্যারেটের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ হাজার ৯১২ টাকা, ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ ৫৪ হাজার ৫২৯ এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪৯ হাজার ৫১৪ টাকায় বিক্রি হবে। গত জুলাইয়ের ২৪ তারিখ আন্তর্জাতিক বাজারের দোহাই  দিয়ে স্বর্ণের দাম বাড়ানোর পর আগস্ট মাসে আরও চারবার স্বর্ণের দাম বাড়ানো হয়।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে স্বর্ণের দাম কমানো হয়েছে।

http://www.anandalokfoundation.com/