13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বড়াইগ্রামে দুর্গা মন্দিরের ৫টি মূর্তি ভাংচুর

admin
October 11, 2015 5:56 pm
Link Copied!

ভ্রাম্যমান প্রতিনিধিঃ নাটোররে বড়াইগ্রাম উপজলোর রোলভা সার্বজনীন দুর্গা মন্দিরের দুর্গা সহ সংশ্লিষ্ট ৫টি মূর্তি ভাংচুর করছেে দুবৃর্ত্তরা। মন্দির কমিটির সভাপতি নীরেন্দ্রনাথ তলাপাত্র জানান, গত রাত ১২টা র্পযন্ত তারা মন্দিরে প্রতীমা তৈরির কাজ শেষ বাড়ি চলে যান।

সকালে মন্দিরে গিয়ে দূর্গার মাথা সহ দুই হাত এবং গনেশ, অসুর, সরশ্বতী ও লক্ষী ঠাকুরের বিভিন্ন অঙ্গ ভাঙ্গা অবস্থায় নিচে পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে নাটোরের পুলিশ  শ্যামল কুমার মুখার্জী সহ সংশ্লষ্টি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সবাই চলে যাওয়ার পর মন্দিরের বাঁশের তৈরি বেড়া খুলে দুবৃর্ত্তরা র্মুতি গুলো ভাংচুর করে বলে ধারনা করছে পুলশি

http://www.anandalokfoundation.com/