ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক সেনা সদস্যকে গলাকেটে হত্যা, আটক ১

admin
April 26, 2016 8:53 am
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মনবাড়িয়ার শহরতলীর পীরবাড়ি এলাকায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাহার উদ্দিন (৩৫) কে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িত সন্দেহে মামুন নামে একজনকে আটক করা হয়েছে

এলাকাবাসী পুলিশ জানায়, সোমবার রাত প্রায় ১০টায় ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ীর মিন্দে আলী বাড়ীর পাশে রাস্তায় তাকে জবাই করে হত্যা করা হয়। তার বাড়ি নবীনগর উপজেলার বীর গাঁও গ্রামে। নিহত বাহার উদ্দিন ব্রাহ্মনবাড়িয়া শহরের ফুলবাড়িয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুর রহমান জানান, আর্থিক লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।  ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় মামুন নামে একজনকে আটক করা হয়েছে

http://www.anandalokfoundation.com/