যথাযথ শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে ১৬ ডিসেম্বর ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস
উদ্যাপন করা হয়। বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার উদ্বোধন ও ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জুলফিকার রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পবিত্র কোরান থেকে পাঠ এবং সকল শহীদের শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। এরপর মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।
মহান বিজয় দিবস পালনের প্রাক্কালে মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দূতাবাসে ‘বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’-এবং ‘বঙ্গবন্ধু কর্ণার’ উন্মোচন করেন রাষ্ট্রদূত। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে ব্রাজিলসহ লাতিন আমেরিকান অঞ্চলে সামগ্রিকভাবে তুলে ধরার এ প্রয়াস বাংলাদেশ ও এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্কোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। জনগণের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার অবদান রাখবে।
দূতাবাসের উদ্যোগে ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে একটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ার’ প্রতিষ্ঠার বিষয়ে সম্প্রতি নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ব্রাজিলিয়ান পর্তুগীজ ভাষায় অনুবাদ করবেন।
প্রবাসী বাংলাদেশি ছাড়াও বহু ব্রাজিলিয়ান সংবাদকর্মী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিদ্যালয়ের শিক্ষকগণ, ব্রাজিলের পরারষ্ট্র মন্ত্রণালয়, ব্রাসিলিয়া সরকারের প্রতিনিধিবৃন্দ এবং ব্রাসিলিয়াস্থ কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।