এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ আগষ্ট (রবিবার) দুপুরে উপজেলা আওয়ামীলীগ ও মহিলা আওয়ামী লীগ এবং যুবলীগের উদ্দ্যোগে বোদা-পঞ্চগড় মহাসড়কের বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন। উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফেরদৌসী বেগম লাভলীর সভাপতিত্বে নারী সমাবেশে বিশেষ তিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদিকা মনিরা পারভিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, যুগ্ন সম্পাদক রবিউল আলম সাবুল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। এ সময় আওয়ামী লীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।