13yercelebration
ঢাকা

বোদায় প্রাণি সম্পদ সেক্টরে মুল্যায়ন সভা অনুষ্ঠিত

admin
September 22, 2015 8:02 pm
Link Copied!

এন,এ,রবিউল হাসান লিটন ,পঞগড় প্রতিনিধি ঃ প্রাণী সম্পদের অধিদপ্তরের তথ্য ও সেবা প্রদানের প্রক্রিয়াকে নিয়মিতকরণ ও প্রাতিষ্ঠানিক ভিত্তি প্রদানের লক্ষে গত ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) উপজেলা প্রাণি সম্পাদ সেক্টরের পিপিআই কমিটির উদ্যোগে এবং উপজেলা প্রাণী সম্পদ অফিস ও সার্প-হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন,ল্যান প্রোগ্রাম এর সহযোগিতায় উপজেলা প্রাণি সম্পাদ অফিস হলরুমে মুল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মুল্যায়ন সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মোঃ মাহাবুবুর রহমান, ভেটেইনারী সার্জন ডাঃ মোঃ মোজাম্মেল হক, পিপিআই কমিটি (প্রাণিসম্পদ) মোঃ আবুল কালাম আজাদ, এমকি কোম্পানীর প্রতিনিধি মোঃ আনোয়ারুল হক, সদস্য সচিব (কৃষি) মোঃ মসলিমউদ্দীন, আব্দুল মান্নান সরকার পিপিআই
কমিটি(মৎস্য) ও ল্যান প্রোগ্রাম, সার্প- হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন জেলা ফ্যাসিলিটেটর মোঃ মন্তাজুল ইসলাম।

http://www.anandalokfoundation.com/