14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সিমান্ত থেকে ফেনসিডিল গাঁজা ও বিদেশি মদসহ ভারতীয় পণ্য জব্দ

Link Copied!

যশোরের বেনাপোল সিমান্ত অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজা ১০৮ ফেনসিডিল ৩ বোতল বিদেশি মদসহ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
মঙ্গলবার ১০ ডিসেম্বর বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ ২৫,২৩,০৫০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল আইসিপি, পাঁচপীরতলা এবং ধান্যখোলা বিওপ’র সীমান্ত এলাকায় যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি)বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল এবং মাদকদ্রব্য আটক করে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল নাভারন (উত্তর বুরুজ বাগান) এলাকায় তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনয়নকৃত ২,৯৩,১৫০ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে।
 আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল চেকপোস্টের সামনে বাস তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনয়নকৃত ১,৩২,৬০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পোশাক এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল বেনাপোল নতুন পৌর বাস টার্মিনাল এলাকায় ইজিবাইক তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনয়নকৃত ২,০৪,০০০ টাকার ভারতীয় লেডিস শাল চাদর আটক করে।
বেনাপোল বিওপির বিশেষ আভিযানে বেনাপোল পোর্ট থানাধীন মেইন রাস্তার উপর হতে মালিকবিহীন অবস্থায় ২,২৪,১০০ টাকা মূল্যের ভারতীয় পোশাক এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। বেনাপোল আইসিপির বিশেষ আভিযানিকদল আন্তজার্তিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত হতে আগত পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগ তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনয়নকৃত ১৩,০০,৩০০ টাকা মূল্যের ভারতীয় পোশাক সামগ্রী, কম্বল, ঔষধ এবং কসমেটিক্স|
সামগ্রী আটক করে। আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিকদল সাতক্ষীরা মোড় এলাকা হতে বেনাপোল হতে যশোরগামী লোকাল বাস তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনয়নকৃত ২,২৩,৬০০ টাকা মূল্যের ভারতীয় ১৭৭ টি টারজেন তালা এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। পাঁচপীরতলা বিওপির বিশেষ আভিযানিকদল কুলিয়া গ্রামস্থ মাঠের মধ্য হতে ৩২,৮০০ টাকা মূল্যের ভারতীয় ৮২ বোতল ফেন্সিডিল আটক করে।
ধান্যখোলা বিওপির বিশেষ আভিযানিক ধান্যখোলা গ্রামস্থ মাঠের মধ্য হতে ১,০৩,৩০০ টাকা মূল্যের ভারতীয় ২৮ কেজি গাঁজা, ৩ বোতল বিদেশী মদ এবং ২ বোতল কফ সিরাপ (ফেন্সিডিল জাতীয়) আটক করে। পাঁচপীরতলা বিওপির বিশেষ আভিযানিকদ পাঁচপীরতলা গ্রামস্থ মাঠের মধ্য হতে ৯,২০০ টাকার ভারতীয় ২৩ বোতল ফেন্সিডিল আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল বেনাপোল কাস্টমস এ এবং মালিকবিহীন মাদকদ্রব্য জনসস্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা করা হয়েছে।
উল্লেখ্য, দেশের রাজস্ব ফাকি রোধ করে স্থানীয় বিকাশে এবং দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগণ সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
http://www.anandalokfoundation.com/