ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ১১টি তক্ষক উদ্ধার

admin
October 17, 2015 9:35 pm
Link Copied!

যশোর প্রতিনিধি:যশোরের বেনাপোল থেকে ১১টি তক্ষক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বেনাপোল রেলওয়ে স্টেশন এলাকা থেকে শুক্রবার বিকেলে এগুলো উদ্ধার করা হয়।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, পাচারকারীরা বেশ কিছু তক্ষক নিয়ে বেনাপোল রেলস্টেশন এলাকায় অবস্থান করছে বলে সংবাদ পেয়ে সেখানে বিজিবির টহলদল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি লোহার খাঁচা ফেলে পালিয়ে যায়। পরে খাঁচার মধ্যে ১১টি তক্ষক পাওয়া যায়। উদ্ধার করা তক্ষকগুলো বন বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সিও জানান।

http://www.anandalokfoundation.com/