বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল বড়আঁচড়া গ্রামের রোকেয়া(৪৮)নামে এক মহিলাকে অন্যের পন্য দিয়ে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি মিথ্যা অভিযোগে আটক করার অভিযোগ করেছে তার পরিবার। মিথ্যা অভিযোগে আটক করায় রোকেয়া বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশ নাভারন হাসপাতালে ভর্তি করে। গতকাল বৃহস্পতিবার বেলা ২ টার সময় বিজিবি তাকে আটক করে।
আটক রোকেয়া বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের মেহের আলীর স্ত্রী।
নাভারন বুরুজ বাগান হাসপাতালে অসুস্থ রোকেয়া জানায় সে একজন কৃষকের স্ত্রী। তার বাড়ির সামনে দিয়ে চোরাকারবারিরা ভারত থেকে মালামাল নিয়ে যাওয়ার সময় বিজিবির ধাওয়া খেয়ে তাদের কাছে থাকা একটি পুটলা ফেলে যায়। সেই পুটলা বিজিবি উদ্ধার করে বাড়ি থেকে তাকে সারোয়ার নামে এক বিজিবি সদস্য ডেকে নিয়ে বেনাপোল ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে তাকে পোর্ট থানায় ফেনসিডিল ও কসমেটিক দিয়ে চালান দেয়। রোকেয়া তার ছেলেকে খাবার দেওয়ার সময় বিজিবি আকস্মিক ভাবে তার বাড়ির ভিতর ঢুকে তাকে ডেকে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
রোকেয়ার স্বামী মেহের আলী বলেন আমরা খেটে খাওয়া মানুষ। তার স্ত্রীকে ধরে নেওয়ায় বিজিবি ক্যাম্পের সামনে গ্রামের লোকজন গিয়ে রোকেয়াকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন।
রোকেয়া বেগম জানায়, বিজিবি পোষ্টের কাছে তার বাড়ি হওয়ায় প্রায় ঐ পোষ্টের বিজিবি সদস্যরা তার কাছে খাবার দাবি করে। বৃহস্পতিবার দুপুরে ও বিজিবির সদস্যদের রাজহাঁস জবাই করে রান্না করে দিয়েছেন বলে তিনি জানান।
বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল্লাহ হিল ওয়াফী জানান, রোকেয়ার বাড়িতে উক্ত টোপলা পাওয়া যায়। টোপলার ভিতর ফেনসিডিল ও কিছু কসমেটিক পাওয়া যায়।