প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। চন্দ্র দিন-রাত কর্কট রাশিতে সঞ্চার করবে। কর্কট রাশির অধিপতি চন্দ্র। অন্য দিকে মেষ রাশিতে উপস্থিত রয়েছে বৃহস্পতি। এই গ্রহগতির ফলে চন্দ্র ও বৃহস্পতি একে অপরের থেকে কেন্দ্র স্থানে থাকবে। যার ফলে তৈরি হবে গজকেশরী যোগ। পাশাপাশি আজই বৃহস্পতি উদয় হচ্ছে। আবার পুষ্য নক্ষত্রের প্রভাব থাকবে আজ। এর ফলে গুরু পুষ্য যোগ তৈরি হবে। গ্রহ-নক্ষত্রের এমন পরিস্থিতির কারণে আজ বৃষ ও কর্কট রাশির জাতকদের দিন ভালো থাকবে। বৃহস্পতিবার দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে ভাগ্য বদলের পরামর্শ।
মেষ রাশিফল (Aries Horoscope): মেষ রাশির জাতকরা আজ অধিকাংশ সময়ে কোনও বিশেষ আয়োজনে ব্যস্ত থাকবেন। অফিসে সতর্ক থাকুন। তা না-হলে শত্রু আপনার ক্ষতি করতে পারে। এই রাশির ব্যবসায়ী জাতকরা কোনও পরিচিত ব্যক্তির মাধ্য়মে লাভ অর্জন করতে পারেন। তবে ভাইয়ের স্বাস্থ্য আপনাকে চিন্তিত করে তুলবে। সন্ধ্যাবেলা পরিবারের ছোট সদস্যদের সঙ্গে হাসিঠাট্টায় মেতে থাকবেন।
এই রাশির জাতকদের ভাগ্য বদলের পরামর্শঃ আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। অসহায়দের সাহায্য করুন।
বৃষ রাশিফল (Taurus Horoscope): বৃষ রাশির জাতকরা আজ সন্তানের উন্নতি দেখে আনন্দিত হবেন। পরিবারের পরিবেশ শান্ত থাকবে। ব্যবসায়ীরা আজ সময়ের লাভ তুলবেন, জ্ঞান অর্জন করতে পারবেন। সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করে থাকলে নথিপত্র ভালো ভাবে যাচাই করে নিন। ম্যানেজমেন্টের ক্ষেত্রে নতুন সহকর্মী পাবেন, তাঁদের সঙ্গে মিলে ভবিষ্যৎ মজবুত করতে পারবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের প্রতি ভালো ব্যবহার করুন।
এই রাশির জাতকদের ভাগ্য বদলের পরামর্শঃ ভাগ্য ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। সরস্বতীর পুজো করুন।
মিথুন রাশিফল (Gemini Horoscope): মিথুন রাশির জাতকরা পরিবারের কিছু সদস্যের কারণে অনাবশ্যক চিন্তিত হতে পারেন। সারাদিন ব্যস্ততায় কাটবে। ব্যবসায় নতুন প্রযুক্তি ব্যবহার করে তা উন্নতির শীর্ষে নিয়ে যাবেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। তবে সারাদিন ছোটখাটো লাভের সুযোগ পাবেন। কারও কাছ থেকে সাহায্য নিতে চাইবেন না। কিন্তু তা সত্ত্বেও কারও অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত পাল্টে ফেলতে পারেন। সন্তানের চাকরির সঙ্গে জড়িত কোনও যাত্রা করতে পারেন।
এই রাশির জাতকদের ভাগ্য বদলের পরামর্শঃ ভাগ্য ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।
কর্কট রাশিফল (Cancer Horoscope): কর্কট রাশির জাতকরা আজ সাফল্যের অপেক্ষায় থাকবেন। স্বজনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ করার চেষ্টা করবেন। সন্তানের উন্নতির কারণে ভালো ধন লাভ হবে, এতে সহযোগিতা করবেন আপনি। প্রতিদিনের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য আজ কিছু ব্যয় হতে পারে। পরিবারের বরিষ্ঠ সদস্যের সঙ্গে বিচারধারার মতভেদ উৎপন্ন হবে। তবে নিজের বাণী নিয়ন্ত্রণে রাখুন।
এই রাশির জাতকদের ভাগ্য বদলের পরামর্শঃ আজ ৬২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। কৃষ্ণের পুজো করুন।
সিংহ রাশিফল (Leo Horoscope): সিংহ রাশির জাতকদের আজকের দিনটি নানান সমস্যার সমাধান করবে। পারিবারিক জীবনে সংঘর্ষ থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে মতভেদের কারণে এমন হতে পাপে। তবে পরিবারের বয়স্ক সদস্যরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। ছাত্র-ছাত্রীদের চিন্তাভাবনা উন্নত হবে। আজ কোনও অর্থ লগ্নি করবেন না। তা না-হলে ভবিষ্যতে লোকসান হতে পারে।
এই রাশির জাতকদের ভাগ্য বদলের পরামর্শঃ ভাগ্য ৮৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।
কন্যা রাশিফল (Virgo Horoscope): কন্যা রাশির জাতকদের আজকের দিনটি সাধারণ কাটবে। রোজগারে পরিবর্তন করার চিন্তাভাবনা করে থাকলে আজ অপেক্ষা করুন, সময় ভালো নয়। চাকরিজীবীরা কাজে মনোনিবেশ করুন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কাজ আপাতত থামিয়ে দিন, তা না-হলে কোনও সমস্যা সৃষ্টি হতে পারে। পরিবারের সুখ-সুবিধা বজায় রাখার চেষ্টা করবেন। কারও কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে পরিজনদের সঙ্গে আলোচনা করুন। চাকরি ও ব্যবসায় শান্ত থাকুন, লাভ হবে।
এই রাশির জাতকদের ভাগ্য বদলের পরামর্শঃ ভাগ্য ৭৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। উমা ও পার্বতীর পুজো করুন।
তুলা রাশিফল (Libra Horoscope): তুলা রাশির জাতকদের মধ্যে যাঁরা রাজনীতির সঙ্গে জড়িত, তাঁদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। স্বজনের সঙ্গে সূখপূর্ণ সাক্ষাৎ হবে। সন্ধ্যা নাগাদ সুসংবাদ পাওয়ায় মনে আনন্দ থাকবে। কোনও নিকটাত্মীয়ের সাহায্যে ভেস্তে যাওয়া কাজও সম্পন্ন হবে। ছাত্র-ছাত্রীরা পরিশ্রম করলে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে চলতে থাকা সমস্যার সমাধান হবে। এর ফলে মানসিক শান্তি পাবেন। আজ স্বাস্থ্যের যত্ন নিতে হবে।
এই রাশির জাতকদের ভাগ্য বদলের পরামর্শঃ ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ১০৮ বার বিষ্ণু নাম জপ করুন।
বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope): বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনে কাজে উন্নতি হবে। কাজে বিশেষ যোগদান করবেন এই রাশির জাতকরা। কোনও বিশেষজ্ঞের পরামর্শ আপনার জন্য উপকারী প্রমাণিত হবে। মায়ের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। আর্থিক কারণে পারিবারিক প্রয়োজনীয়তা পূরণ করতে পারবেন না। বিদেশি বসবাসকারী আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ পাবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের দ্বারা সকলে প্রভাবিত হবেন। আপনার যশ বৃদ্ধি হবে।
এই রাশির জাতকদের ভাগ্য বদলের পরামর্শঃ আজ ৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। ব্রাহ্মণদের দান করুন।
ধনু রাশিফল (Sagittarius Horoscope): ধনু রাশির জাতকরা আজ আকস্মিক ধন লাভ করবেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভ অর্জনের পূর্ণ সম্ভাবনা রয়েছে। শ্বশুরবাড়ির সম্পর্কে তিক্ততা আসবে। তবে জীবনসঙ্গী আপনার পাশে থাকবে। প্রেম জীবনে নতুন সম্পর্ক স্থাপন হবে। পারিবারিক সমস্যা শেষ করার চেষ্টা করবেন। এতে স্থায়ী সাফল্য লাভ করবেন এই রাশির জাতকরা। বাবার সামনে নিজের সন্তানের বিবাহ প্রস্তাব পেশ করবেন।
এই রাশির জাতকদের ভাগ্য বদলের পরামর্শঃ ভাগ্য আজ ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। চন্দনের তিলক লাগান।
মকর রাশিফল (Capricorn Horoscope): মকর রাশির জাতকদের ব্যবসায়ে উন্নতির পথ প্রশস্ত হবে। পরিবারের ছোট সদস্যের সঙ্গে সময় কাটাবেন। মানসিক শান্তি পাবেন। সামাজিক কাজে যোগদান কমবে, তবে তা সত্ত্বেও সম্মান লাভ করবেন। পারিবারিক সম্পত্তি লাভের যোগ রয়েছে। বহুদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। তবে অধিক পরিশ্রম করতে হবে এই রাশির জাতকদের। প্রেম জীবনে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন, তা না-হলে তিক্ততা আসবে।
এই রাশির জাতকদের ভাগ্য বদলের পরামর্শঃ ভাগ্য আজ ৭৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। ক্ষুধার্তদের খাবার খাওয়ান।
কুম্ভ রাশিফল (Aquarius Horoscope): কুম্ভ রাশির জাতকদের উচ্চশিক্ষার সঙ্গে জড়িত আর্থিক সমস্যার সমাধান হবে। যোগ্য ব্যক্তির কাছ থেকে বিবাহ প্রস্তাব পাবেন। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা ঠিকঠাক। দাম্পত্য জীবন সুখে কাটবে। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। মা-বাবার স্নেহ ও আশীর্বাদ পাবেন। তাঁদের সহযোগিতায় কর্মক্ষেত্রে আগত সমস্যার সমাধান হবে। ভাই-বোনের সঙ্গে ভালো সময় কাটাবেন। মামা বাড়ির তরফে অর্থ লাভের যোগ রয়েছে। কারও সঙ্গে অযথা বিবাদে জড়াবেন না।
এই রাশির জাতকদের ভাগ্য বদলের পরামর্শঃ ৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সাদা রেশমী বস্ত্র দান করুন।
মীন রাশিফল (Pisces Horoscope): আজ মীন রাশির ব্যবসায়ী জাতকদের ব্যবসার পথে আগত বাধা দূর হবে। বাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে। সন্ধ্যা নাগাদ পরিবারের সঙ্গে সময় কাটাবেন। বিনোদনে অত্যধিক মনোনিবেশ করলে গুরুত্বপূর্ণ কাজ নষ্ট হতে পারে। তাই ভারসাম্য বজায় রেখে কাজ করুন। কর্মক্ষেত্রে অতিরিক্ত উৎসাহী হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। তা না-হলে ভবিষ্যতে লোকসান হতে পারে। ধর্মীয় কারণে কাছে কোথাও যাত্রা করতে পারেন।
এই রাশির জাতকদের ভাগ্য বদলের পরামর্শঃ আজ ৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শনি চালিসা পাঠ ও কালো কুকুরকে রুটি খাওয়ান।