এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় বৃদ্ধা মাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে আইজুল নামের এক পাষণ্ড ছেলে। গুরুতর আহত ওই গর্ভধারীনি হাসপাতালের বেডে এখন যন্ত্রণায় কাতরাচ্ছে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের সুতার পাড়া গ্রামে ঘটেছে। খবর পেয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল বৃদ্ধা মাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন এবং আইগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারকে জানান। এবং বৃদ্ধার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসারকে নির্দেশ দেন।
ঘটনার প্রকাশ যে, সুতারপাড়া গ্রামে শরিফন (৬৫) নামের ওই বৃদ্ধা স্বমী আব্দুর রাজ্জাকে নিয়ে অনেক কষ্টে খেয়ে নাখে দিনযাপন করে আসছিল। তার দুই ছেলে ও দুই মেয়ে। ছেলে-মেয়ে সকলের বিয়ে হয়েছে। বড় ছেলে আশরাফুল বিয়ে করে অন্যত্র বাড়ি করে আছে।
তিন শতক ভিটে মাটিতে ছোট ছেলে আইজুলকে নিয়ে এক সাথে বাস করলেও স্বামীকে নিয়ে আলাদা খানা। অনেক কষ্টে সুখের জন্য আড়াই বিঘা জমিও কিনে দিয়েছেন ছোট ছেলে আইজুলকে। কিন্তু মায়ের নামে তিন শতক জমির মধ্যে দুই শতক নিজের করে নিতে পর্চা কেটে নিয়েছেন ছোট ছেলে অটো ভ্যান চালক আইজুল ইসলাম। এ নিয়ে মা-ছেলে এবং বৌমা ইতির সাথে গত কয়েক দিন ধরে প্রায় ঝগড়া লাগতো। দুপুরে মায়ের সাথে কথাকাটির এক পর্যায়ে বৃদ্ধা মাকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে আইজুল। এতে বৃদ্ধার হাত কেটে গিয়ে রক্তাক্ত হন। ছেলের পিটুনি সহ্য করতে না পেরে রক্তাক্ত অবস্থায় পাশের একটি দোকানে গিয়ে আশ্রয় নেয়।সেখান থেকে স্থানীয়য় লোকজন তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বোদা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মানিক জানায়, আমি ঘটনাটি শুনে হাসপাতলে ওই মাকে দেখতে যাই এবং চিকিৎসার খোজ খবর নিই। বিষয়টি অত্যন্ত দুঃখ জনক। এ ধরনের পাষন্ড ছেলেকে বিচারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।