14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বীরশ্রেষ্ঠের মা হতাশায়

admin
December 13, 2015 10:26 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: ভোলা শহরতলীর বাড়িতে হতাশা আর ক্ষোভ নিয়ে দিন কাটাচ্ছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম। সরকারি ভাতার টাকা ব্যয় হয় তার চিকিৎসা খরচে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বারবার প্রতিশ্রুতি পেলেও এই পরিবারের সদস্যদের কেউ পায়নি সরকারি চাকরি।

একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখে মা মালেকা বেগমের কাছ থেকে শেষ বিদায় নিয়ে যুদ্ধে গিয়েছিলেন সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল। সেই স্মৃতি আজো ভুলতে পারেননি তার মা মালেকা বেগম। অবহেলার মধ্যেই কেটে যাচ্ছে তাদের জীবন। সরকারি ভাতা যা পান তা ব্যয় হয়ে যায় চিকিৎসা খরচে। এই পরিবারের সদস্যদের জন্য চাকরির আবেদন-নিবেদন করে শুধু প্রতিশ্রুতি পেয়েছেন বারবার। এখনো বীরশ্রেষ্ঠের ভাতিজা উচ্চশিক্ষিত হয়েও বেকার জীবন কাটাচ্ছেন। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে প্রতিষ্ঠিত কলেজটি আজো এমপিওভুক্ত হয়নি। ওই কলেজের শিক্ষকরা মানবেতর জীবন কাটাচ্ছেন। একইভাবে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল জাদুঘরটিও রয়েছে অবহেলিত অবস্থায়। জাদুঘরের কর্মচারীদের চাকরি স্থায়ী করা হয়নি।

বীরশ্রেষ্ঠের পরিবারকে সরকারিভাবে যে ভাতা দেওয়া হয়, তা নাত বউয়ের সঙ্গে ভাগ করে নিতে হয় মোস্তফাকামালের মা মালেকা বেগমকে। ভাগে যে টাকা পান তা চিকিৎসা খরচেই ব্যয় হয়ে যায়। প্রধান রাষ্ট্রপ্রধান থেকে সেনাপ্রধান সবার কাছ থেকে আশ্বাস পেয়েছেন বারবার। এখন আর পরিবারের সদস্যদের জন্য চাকরির আশা করেন না মালেকা বেগম।

মালেকা বেগম আরো বলেন, ছেলে যুদ্ধে যাওয়ার আগে বলেছিল, ‘মা যুদ্ধে যাচ্ছি, সবাই ফিরে এলেও আমি যুদ্ধ শেষ না করে ফিরে আসব না।’ তিনি আরো বলেন,‘ কিন্তু ছেলে আর ফিরে এলো না, দেশের জন্য রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল। সারা দেশের মানুষ ওকে এক নামে চেনে। আমাকে সম্মান করে, এমন সাহসী সন্তান জন্ম দিতে পেরে আমি গর্বিত, আনন্দিত।’ স্বাধীনতা যুদ্ধের মৃতুঞ্জয়ী সৈনিক মোস্তফা কামাল। দেশের সাত বীরশ্রেষ্ঠের মধ্যে একজন। এক এক করে ৪৪ বছর পেরিয়ে গেছে, আজো ছেলের স্মৃতিচারণ করে কাঁদেন তিনি। ১৯৭১ সালে এমন দিনে ছেলে যুদ্ধে ছিল, তাই বিজয়ের মাস এলেই মা মালেকা বেগমের বেশি বেশি মনে পড়ে ছেলের কথা।

দৌলতখান উপজেলার হাজিপুর গ্রামে হাবিলদার হাবিবুর রহমানের ছেলে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ১৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার দরুইন গ্রামে সম্মুখ যুদ্ধ হয়। পাকিস্তানি বাহিনীর সঙ্গে এ যুদ্ধে মুক্তিবাহিনীর সদস্যরা পিছু হটে। সেদিন নয়জন যোদ্ধা শহীদ হন। কিন্তু মোস্তফা কামাল পিছু না হটে এলএমজি দিয়ে গুলি চালিয়ে বহু শত্রু ঘায়েল করেন। এক পর্যায়ে শত্রুর গুলিতে শহীদ হন তিনি। মুক্তিযুদ্ধে বীরোচিত এ ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা মো. সেলিম জানান, অনার্স পাশ করেও বেকার জীবন কাটাচ্ছেন তিনি। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে প্রতিষ্ঠিত জাদুঘরের কর্মচারীরাও কাজ করছেন মাস্টাররোলে। জাদুঘরে মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ বই পুস্তক থাকলেও প্রচারের অভাবে তা পড়ার জন্য পাঠক উপস্থিতি নেই। জাদুঘরের এক দর্শনার্থী ইভান তালুকদার বলেন, এখানে মুক্তিযুদ্ধবিষয়ক বই ছাড়া মোস্তফা কামালের স্মৃতি বিজড়িত তেমন কিছুই নেই। এ ছাড়া জাদুঘরটি শহর থেকে বেশ দূরে হওয়ায় অনেক দর্শনার্থীর ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারে না।

আরেক দর্শনার্থী ডেভিট বলেন, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল জাদুঘরের ব্যাপারে নুতুন প্রজম্মের মধ্যে প্রচার করতে হবে। এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, তথ্যচিত্রসহ মুক্তিযুদ্ধের ওপর নির্মিত সব সিনেমা-নাটক দেখানের ব্যাবস্থা করতে হবে। তাহলে অনেক দর্শনার্থী এখানে আসতে পারে।

http://www.anandalokfoundation.com/