ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর তালিকা

admin
June 22, 2016 1:46 pm
Link Copied!

দেশের প্রবৃদ্ধি অনুযায়ী ধনী গরিব নির্ধারন করা হয়। যে দেশের প্রবৃদ্ধি যত বেশি, সে দশ তত ধনী’- এতদিন এই হিসেবেই ধনী দেশের তালিকা করা হত। কিন্তু এখন সে ধারা বদলেছে। কোনো দেশের সম্পদের পরিমাণ যতবেশি সে দেশ তত ধনী বলে এখন বিবেচনা করা হয়। এই হিসেবে সম্প্রতি শীর্ষ ১০ ধনী দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।

২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশগুলোর অর্থ-সম্পদ পরিমাণ হিসেব করে এই তালিকা তৈরি করা হয়েছে।

দেখুন ধনী দেশগুলোর তালিকায় আছে যে দেশ–

যুক্তরাষ্ট্র

১. তালিকায় শীর্ষ স্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটির সম্পদের পরিমাণ ৪৮,৭০০ বিলিয়ন ডলার।

২. দ্বিতীয় স্থানে আছে চীন। সম্পদের পরিমাণ ১৭,৩০০ বিলিয়ন ডলার।

জাপান

৩. জাপান তৃতীয় ধনী দেশ। চীনের চেয়ে তারা প্রায় দুই শ’ বিলিয়ন ডলার কম সম্পদের মালিক। তাদের সম্পদের পরিমাণ ১৫,২০০ বিলিয়ন ডলার।

৪. ৯,৪০০ বিলিয়ন ডলার নিয়ে চতুর্থ অবস্থানে আছে জার্মানি।

যুক্তরাজ্য

৫. পঞ্চম ধনী দেশ যুক্তরাজ্য। দেশটি ৯,২০০ বিলিয়ন ডলার সম্পদে মালিক।

৬. যুক্তরাজ্যের পরই আছে ফ্রান্স। সম্পদ ৭,৬০০ বিলিয়ন ডলার।

৭. সপ্তম স্থানে আছে ভারত। দেশটির সম্পদের পরিমাণ ৫,২০০ বিলিয়ন ডলার।

অস্ট্রেলিয়া

৮. ইতালির সম্পদ পাঁচ হাজার বিলিয়ন ডলার।

৯. কানাডা আছে নবম স্থানে। সম্পদের পরিমাণ ৪,৮০০ বিলিয়ন ডলার।

১০. অস্ট্রেলিয়া আছে ১০ম স্থানে। দেশটি সাড়ে চার হাজার বিলিয়ন ডলার।

http://www.anandalokfoundation.com/