14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিরুলিয়ায় নির্বাচনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১০

admin
June 4, 2016 2:16 pm
Link Copied!

সাভার সংবাদদাতাঃ ঢাকা জেলার সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ও প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ ১০ হয়েছেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখল করে জাল ভোট দিতে গেলে অন্য পক্ষের সমর্থকরা বাধা দেয়। এতে সংঘর্ষ বাধে সংঘর্ষ। এ সময় একাত্তর টেভিশনের সাভার প্রতিনিধি মিঠুন সরকারসহ ১০ জন আহত হয়।আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

এ ছাড়া বিরুলিয়ার কমলাপুর খ্রিস্টান পল্লিতে হামলার ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া কালিয়াকৈর মাদ্রাসা কেন্দ্র ও দোসাইদ এলাকায় সংঘর্ষে খবর পাওয়া গেছে।

সাভারের ১১টি ইউনিয়নে ৩০ জন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও ৪৬৯ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

http://www.anandalokfoundation.com/