বর্তমান ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের চরবাশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় । এই বিদ্যালয় ১৯৯১ সনে বেসরকারী ভাবে প্রথম প্রতিষ্ঠিত ।
এরপর কাল বৈশাখী ঝড়ে বিদ্যালয়টি ১৯৯৭ইং সনে লন্ড-ভন্ড হয়ে যায় । এরপর নতুন করে নিয়োগ দিয়ে ২০১২ ইং আবার বিদ্যালয়টি প্রতিষ্টিত হয় । এরপরে ২০১৩ সনে স্কুলটি সরকারী করন হয় । সেই আমল থেকে ৪জন শিক্ষক আছে ।এরা নিরলসভাবে যথা নিয়মে যথা সময়ে স্কুলে উপস্থিত হয়ে বিনা বেতনে শিক্ষার্থীদের মাঝে দীর্ঘ ১৩ বছর শিক্ষার আলো ছড়াচ্ছেন । এরা হলেন কেয়া সুলতানা , রিফাত জাহান, শিউলি বেগম , শারমীন আক্তার লাকী। কোড়কদি ইউনিয়নের চরবাশপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকা কালীন কর্মরত চার শিক্ষক বিনা বেতনে ৮০ শিক্ষার্থীর মাঝে দীর্ঘ ১৩ বছর ধরে শিক্ষার আলো ছড়াচ্ছেন।
জাতীয়করণের আশায় দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করে যাচ্ছেন তারা। জানা যায় এই বিদ্যালয়টি ২০১৩ সনে সরকারী করন হয় বর্তমান বিদ্যালয়ে শিক্ষক ৬জন । এর মধ্যে ২জন বেতন ভ‚ক্ত আর ৪জন বিনা বেতনে কর্মরত। বিদ্যালয়টি একটি মনোরম পরিবেশে অবস্থিত । কর্মরত এই ৪ জন শিক্ষকরা সহ অন্যান্য শিক্ষকরা নিদিষ্ঠ সময়ে স্কুলে আসেন এবং নির্ধারিত সময়ে স্কুল ত্যাগ করেন বিশেষ কোন জরুরী কাজ ছাড়া স্কুল ত্যাগ করেন না । ফলে তারা বর্তমানে মানবেতর জীবন-যাপন করছেন ।
তাই বিদ্যালয়টি যেহেতু সরকারী সেই হিসেবে এই ৪জন শিক্ষক যাতে সরকারী বেতন পায় তাহার সুযোগ দানে অত্র স্কুলের প্রধান শিক্ষক মৃগাঙ্ক কুমার সুর সহ উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম এর শিক্ষার্থী ও অভিভাবকদের দাবী এদের পাঠদান ভালো , সঠিক সময়ে বিদ্যালয় হাজিরা দিয়ে শিক্ষার্থীদের সঠিক পাঠদান শিখায় সেই হিসাবে এই ৪জন যাতে সমস্ত মামলা-মোকর্দমা নিস্পত্তি হয়ে সরকারী বেতন পায় তাহার সুযোগ দানে সদয় মর্জি হয়।