13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিটিভিকে জনবান্ধব হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার

পিআইডি
September 4, 2024 10:14 pm
Link Copied!

বিটিভিকে জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, বিটিভিকে জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে।

আজ ঢাকায় রামপুরাস্থ বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনকালে উপদেষ্টা এ আহ্বান জানান।

তথ্য উপদেষ্টা বলেন, বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে। সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনার প্রয়োজন রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তাদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা। তিনি বলেন, এই অভ্যুত্থানে প্রান্তিক বা ঢাকার বাইরে যে সকল সাধারণ মানুষ শহিদ হয়েছেন, তাদের গল্প জনগণকে জানানো দরকার।

এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না, প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দলকে প্রাধান্য না দেয়ার পরামর্শ দেন উপদেষ্টা। তিনি বলেন, যারা আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠান করতে পারেননি, যারা বঞ্চিত ছিলেন, তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত। সরকারকে খুশি করতে যেন কিছুই না করা হয়, সে ব্যাপারে বিটিভিকে স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করেন তথ্য উপদেষ্টা।

সংখ্যালঘুদের ওপর হামলা, বন্যার্ত মানুষদের দুর্গতি, সারা দেশে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সীমান্তবর্তী হত্যার বিষয়গুলো গুরুত্বসহকারে প্রচারের জন্য নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ আগস্ট বিটিভিতে হামলায় অন্তত ১৮৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ডিডিজি সাইদুর রহমান। এ হামলায় প্রতিষ্ঠানের কেউ আহত হয়েছেন কি না জানতে চান তথ্য উপদেষ্টা।

http://www.anandalokfoundation.com/