স্টাফ রিপোর্টারঃ বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর টিউশন ফির ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের ঘোষণার পর বিজয় মিছিল করে সড়ক অবরোধ উঠিয়ে নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার দুপুরে অর্থমন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের পর আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে নেয়।
ধানমন্ডিতে বিজয় মিছিল শুরুতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি রাশেদদুল হাসান আসিফ বলেন, ‘ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের কথা আমরা জানতে পেরেছি। ভ্যাট প্রত্যাহারের জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে আমাদের আন্দোলনের ফলে তাদের ভোগান্তি হয়েছে সেজন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি।’
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, এশিয়াপ্যাসিফিক, ইবাইস বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিজয় মিছিল করেছে। খুশিতে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে। এদিকে সড়ক অবরোধ তুলে নেয়ার সঙ্গে সঙ্গে নিউমার্কেট-মিরপুর সড়কে যান চলাচল শুরু হয়েছে। অবশ্য সঙ্গে সঙ্গেই তীব্র যানজট দেখা দেয়। এরআগে ১২টার দিকে ধানমন্ডি রাপা প্লাজার সামনে কতর্ব্যরত পুলিশ কমকর্তারা আন্দোলনরতদের কাছে এসে জানান, শিক্ষার উপর সম্পূর্ণ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এই ঘোষণা পাওয়ার সাথে সাথে আনন্দ-উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। তারা ভি চিহ্ন দেখিয়ে এবং একে অপরকে জড়িয়ে ধরে নেচে গেয়ে প্রত্যাহারের স্বাগত জানায়।