যশোর প্রতিনিধিঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ বলেছেন, ‘দেশের মানুষ মনে-প্রানে পরিবর্তন চায়। জনগণের প্রতিনিধি হয়ে জনগণকে অত্যাচার করলে গণতন্ত্র থাকে না। গণতন্ত্র অনেক আগেই একশ’ হাত মাটির নিচে চলে গেছে। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘তারা এখন শিয়ালের গর্তে পালিয়েছে। আর এ সুযোগে আওয়ামী লীগ লুটপাট আর দখলবাজিতে ব্যস্ত।’
রোববার দুপুরে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, একজন সুস্থ মানুষ শিক্ষকদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন না। পড়াশুনা পণ্য নয়, পণ্য হলে ভ্যাট দিতে হত। শিক্ষায় ভ্যাট আদায় করে কত টাকা পাবেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ আরও বলেন, ‘জাতির আজ সবকিছুই স্তব্ধ হয়ে গেছে বলতন্ত্রের কাছে। ভয়াবহ দুর্বিষহ জীবন-যাপন করছে দেশের মানুষ। কারোর জীবনেই স্বস্তি নেই।’
তিনি বর্তমান অবস্থার পেক্ষিতে কটাক্ষ করে বলেন, ‘দেশে এমনই সুশাসন চলছে যে, মায়ের গর্ভে থাকা শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। তাদেরও গুলিতে আহত হতে হচ্ছে। দিনেদুপুরে শিশুকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আর এসব গর্হিত কাজের সঙ্গে যারা জড়িত, ক্ষমতাসীন হওয়ায় তারা সবকিছু থেকে পার পেয়ে যাচ্ছে।’
এরশাদ তার শাসনামলের ফিরিস্তি তুলে বলেন, ‘দেশের এ অবস্থা থেকে উত্তরণে আজ জাতি আমাদের দিকে চেয়ে আছে। এজন্য দেশ ও দেশের গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টির নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।’
প্রধানমন্ত্রীর বিশেষ দূত ৩৫ মিনিটের বক্তব্যে সরকার ও বিএনপির সমালোচনা করে তার শাসন আমলের দেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন। পাঁচ বছর পর জাতীয় পার্টি যশোর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনলনের আয়োজন করা হয় । সম্মেলনকে ঘিরে আগের থেকেই উৎসবমুখর পরিবেশ ছিল। এতে জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সম্মেলন প্রস্তত কমিটির আহবায়ক শরিফুল ইসলাম সরু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দলের মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ বাবলু, সিনিয়র প্রেসিডিমায় সদস্য পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, আলহাজ তাজ রহমান ও যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় এরশাদ আরও বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় পার্টি ছাড়া এখন আর কেউ মাঠে নেই। অসহায় জনগণের পাশে একমাত্র আমরাই আছি। একমাত্র জাতীয় পার্টিই গণতন্ত্র রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আমরাও জাতিরজনকের প্রতি শ্রদ্ধা জানাই। তিনি বাংলাদেশের একজন মহান নায়ক। তবে তার মৃত্যু দিবসকে কেন্দ্র করে কেউ চাঁদাবাজি করলে বড় কষ্ট হয়। এদেশের ব্যবসায়ীরা ১৫ আগস্ট উপলক্ষে কী পরিমাণ চাঁদা দিয়েছে সেটি হয় তো প্রধানমন্ত্রী আপনি জানেন না।’ এরশাদ বলেন, ‘বেগম খালেদা জিয়া নির্বাচনের আগে জনসভায় বলেছিলেন, তিনি ক্ষমতায় গেলে আমাকে জীবিত জেলে পাঠাবেন এবং মৃত্যুতে বের করবেন। অথচ এখন পর্যন্ত জনগণের ভালোবাসায় আমি বেঁচে আছি। ভবিষ্যতে জাতি দেখতে পাবে- কে জীবিত অবস্থায় জেলে ঢোকে আর কী অবস্থায় বের হয়।’ তিনি বলেন, ‘দেশটাকে বিএনপি-আওয়ামী লীগই ধ্বংস করেছে। আমার আমলের রাস্তাঘাট সব ধ্বংস করে জনগণের চলাচলের পথ রুদ্ধ করা হয়েছে।’
তিনি বর্তমান সংসদীয় গণতন্ত্রের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা এমন সংসদীয় গণতন্ত্র চাইনি, যেখানে আইনের শাসন অনুপস্থিত। মানুষের কথা বলার অধিকার থাকবে না।’ তিনি বলেন, দেশে এখন এক কেন্দ্রিক সরকার চলছে। পৃথিবীর কোথাও এমন সরকারের নজির নেই। ১৬ কোটি মানুষের প্রতিনিধি একজন হতে পারেন না। দেশের জনগণের সুবিধার্থে প্রাদেশিক সরকার গঠন করতে হবে।
সম্মেলনে জাপা চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরীকে সভাপতি ও মিনহাজুল আবেদিনকে সাধারণ সম্পাদক করে যশোর জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন। একইসঙ্গে আগামী দু’সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নেতৃবৃন্দকে নির্দেশ দেন।