ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ চাইলে বিএনপি রাস্তায় নামতে পারবে না –আবুল হাসানাত আবদুল্লাহ

ডেস্ক
November 27, 2022 10:54 pm
Link Copied!

আমরা আওয়ামীলীগ যদি মনে করি কালকে বিএনপি নামতে পারবে না, কারণ আমরা কিন্তু পিছনের দুয়ার দিয়ে ক্ষমতায় আসিনাই। জনগনের নির্বাচিত প্রতিনিধি আমরা, জনগনের ভোটে আসছি, আর আপনারা যতবারই আসছেন, পিছনের দরজা দিয়ে ক্যু করে আসছেন। আর এখন বিভিন্ন এম্বাসীতে গিয়ে ধর্না ধরেন এই সরকারকে উতখাত করার জন্য। কইরা দেখেন না। বলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন, আমরা প্রতিহিংসা পরায়ণ হবো না। ওরা যদি অধম হয় আমরা উত্তম হবো না কেন? কাজেই আমরা সেই আদর্শে বিশ্বাস করি। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে পার্বত্য শান্তি চুক্তি করেছি, সমুদ্র বিজয় করেছে, মধ্যম আয়ের দেশ হয়েছে, আকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে, গঙ্গার পানি চুক্তি হয়েছে।

আবুল হাসানাত আরও বলেন, গণতন্ত্রকে নাকি আমরা হত্যা করেছি, যে একটি নির্বাচিত প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে হত্যা করে ক্ষমতা দখল করেছিল তারা কি ছিল? এবং উর্দি পরে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছিল? তারা কোন বৈধ সরকার ছিল? যে একটি নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে হত্যা করল?

তিনি আরও বলেন, সারা পৃথিবীতে কোথাও আছে যে হত্যাকাণ্ডের বিচার করা যাবে না। আপনারা এমন একটা আইন করে গেলেন ইনডেমনিটি বিল, তার অর্থ হলো এই হত্যাকাণ্ডের বিচার করা যাবে না। যারা সেদিন লন্ডনে প্রেস কনফারেন্স এর মাধ্যমে বলল আমরা বঙ্গবন্ধুকে হত্যা করেছি। আপনারা তাদেরকে পুরস্কৃত করলেন, বিভিন্ন দুতাবাসে চাকুরি দিলেন, পার্লামেন্ট এ সদস্য করলেন। তারমানে যারা ক্ষমতায় ছিলেন তারা বঙ্গবন্ধুর হত্যাকারী। ঐ জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারী। বাংলাদেশ স্বাধীনতার সাড়ে তিন বছর পর থেকে একুশ বছর আপনারা ক্ষমতায় ছিলেন। আপনারা একুশ বছরে আমাদের ছাব্বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছেন। আপনারা এ দেশে হত্যা সৃষ্টি করেছেন, আবার বলেন বিচার বহির্ভুত হত্যাকাণ্ড? এবং হত্যার মধ্যদিয়ে আপনারা ক্ষমতা গ্রহণ করেছেন। জিয়াউর রহমান ক্ষমতায় টিকে থাকার জন্য বিনাবিচারে জেলে অনেক সেনাকর্মকর্তা ও রাজনীতিবিদদের হত্যা করেছে। আপনাদের মুখে গণতন্ত্র শোভা পায় না।

পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে সরকার কোন বাধা দিবে না, তবে আগুন ও লাঠি নিয়ে খেলতে এলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে। ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশ যেন সুষ্ঠুভাবে করতে পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের ৮ ডিসেম্বরের কেন্দ্রীয় সম্মেলন ৬ তারিখে নির্ধারণ করা হয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কানাডার ফেডারেল আদালত বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করেছ। তাদের রাজনীতি হচ্ছে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও।  রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে যাওয়া নেতাকে নেতা বানানো এতো সহজ নয়, মানুষকে ধোঁকা দেয়ার সময় শেষ।

ওবায়দুল কাদের বলেন, দুনিয়ার কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে? আপনাদের নেত্রীই তো বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। তত্ত্বাবধায়ক সরকার এখন আদালত কর্তৃক নিষিদ্ধ, এটা এখন মিউজিয়ামে।  তত্ত্বাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই, আগামী জাতীয় নির্বাচন বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে অনুষ্ঠিত হয় বাংলাদেশেও সেভাবে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কুমিল্লার সমাবেশে কোথায় গেল হাঁকডাক, জনগণের উপস্থিতি ছিল খরা, কোথায় গেল রাতে আর ঢল! ঢাকা শহরে দেখা যাবে কত ধানে কত চাল।’বিএনপির দুঃশাসন, অপকর্ম, ভোটচুরি, হাওয়া ভবন ও লুটপাটের বিরুদ্ধে খেলা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন, বিশেষ অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য আনিসুর রহমান, গোলাম কবীর রাব্বানী চিনু।

এতে জেলার আগের কমিটি বহাল রাখা হয়েছে। সেই হিসেবে ফের সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল এবং সাবেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার।

http://www.anandalokfoundation.com/