স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বিএনপির রাজনীতি এখন তিন ভাগে বিভক্ত। বিভাজনের এই রাজনীতি নিয়ে বিএনপিনেত্রী খালেদা জিয়া লন্ডন, আমেরিকা গিয়ে কোনো কূল পাবেন না।
রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় সোমবার দুপুরে তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পেছনে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমর্থন ছিল বলেই ১৫ আগস্ট তিনি (খালেদা) ভুয়া জন্মদিন পালন করার নামে আনন্দ করেন। জন্মদিনে কেক কেটে খালেদা জিয়া প্রমাণ করতে চান যে, এখনও তিনি পাকিস্তানের ভাবধারা লালন করেন। ভুয়া জন্মদিন পালন করা বন্ধ হলেই জাতি বুঝবে তারা মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসছে।
তিনি বলেন, ‘জিয়াউর রহমান আইন করে বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করেছিলেন। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সেই আইন আমরা বাতিল করেছি। খুনিদের শেষ রক্ষা হয়নি। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা প্রসঙ্গে আওয়ামী লীগের প্রবীণ এই রাজনীতিক বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হাওয়া ভবন থেকেই জঙ্গিবাদের উত্থান হয়। ওই ভবন থেকেই বোমা হামলা পরিচালনা করা হয়। শেখ হাসিনার সরকার শক্ত অবস্থান নেওয়ার কারণে এমন নাশকতা আর সৃষ্টি হচ্ছে না।
সিলেটে শিশু রাজন হত্যার ব্যাপারে সুরঞ্জিত বলেন, ‘দ্রুত চার্জশিট দিতে পারায় পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানাই। কিন্তু দুঃখজনক হলো, ঘটনার সঙ্গে জড়িত মূল আসামির নাম চার্জশিটে নেই। পুলিশের সহায়তা না পেলে ওই আসামি সৌদি আরবে পালিয়ে যেতে পারে না। একইভাবে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দেওয়া চার্জশিটও অসম্পূর্ণ। আয়োজক সংগঠন নৌকা সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা ডা. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরীও উপস্থিত ছিলেন।