13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বায়ুদূষণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় পাকিস্তানের লাহোরের সব স্কুল বন্ধ

ডেস্ক
November 6, 2024 10:15 am
Link Copied!

বায়ুদূষণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় পাকিস্তানের লাহোরের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির আবহাওয়া দফতর বলছে, দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে।  লাহোরের বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘ঝুঁকিপূর্ণ’।

বুধবার (০৬ নভেম্বের) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৩২ স্কোর নিয়ে ১৩তম অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা, যা জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১১১৫ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ৩৫০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর এবং ১৬৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই। এছাড়া ১৬৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানের রয়েছে বসনিয়ার হারজোগোভিনিয়ারের সারাজিভো এবং পঞ্চম অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

এ পরিস্থিতিতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম যতটা সম্ভব এড়াতে হবে। আরও একটি পরামর্শ হলো, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

http://www.anandalokfoundation.com/