13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাগাট মন্দিরের প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Link Copied!

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের জেলা পরিষদ সদস্য ও বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং কাদিরদী ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক দেব প্রসাদ রায় দেবু’র বাড়ীর মন্দিরের মূর্তি ভাংচুর করা হয়।

মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের দাসপাড়া গ্রামে বৃহস্পতিবার (০৭-০৪-২০২২)ইং তারিখ গভীর রাতে দূবৃত্ত¡রা এ দূর্ঘটনা ঘটায় । এ ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলার বাগাট বাজারে ঢাকা-খুলনা মহাসড়কে দাড়িয়ে বাগাট মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন এর সভাপতিত্বে , ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ পূজা উৎযাপন কমিটি বাগাট শাখার আয়োজনে এবং বাংলাদেশ পূজা উৎযাপন কমিটি মধুখালী শাখার সাধারন সম্পাদক সুখেন মজুমদার এর সঞ্চালনায় বুধবার (১৩-০৪-২০২২)ইং তারিখ ১১ টায় উপজেলার বাগাট বাজার প্রধান সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ প্রতিবাদ সভায় দূস্কৃতিকারীদের গ্রেফতার ও দৃস্টান্ত মূলক শাস্তির দাবীতে বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মধুখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল হক বকু, বাগাট ইউনিয়নের চেয়ারম্যান ও মানববন্ধন এবং প্রতিবাদ সভার সভাপতি মোঃ মতিয়ার রহমান খাঁন, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা, মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাসান আলী খাঁন, বাংলাদেশ পূজা উৎযাপন কমিটি মধুখালী শাখার সভাপতি সুভাষ রায়, সাধারন সম্পাদক সুখেন মজুমদার, বাংলাদেশ কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য পলিট বুরোর মনোজ কুমার সাহা, বাংলাদেশ পূজা উৎযাপন কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর চিনি কলের সাধারন সম্পাদক এবং মধুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজল বসু, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান মোল্যা, সাধারন সম্পাদক ও মূর্তি ভাংচুর বাড়ির মালিক সহযোগী অধ্যাপক দেব প্রসাদ রায় দেবু, মধুখালী উপজেলা পুরোহিতদের পক্ষে ডাঃ দিলীপ আর্শ্চায্য প্রমুখ।

এ ছাড়া আরো উপস্থিত বাগাট ইউনিয়ন পূজা উৎযাপন কমিটির সভাপতি নৃপেন্দ্র নাথ ঘোষ, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন, মধুখালী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ অনিক মোল্যা, সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীবৃন্দ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সকল হিন্দু মন্দির, মঠ, আশ্রয়ে নিরাপত্তা প্রদান ও ভাঙচুর, লুটপাট জড়িতদের চিহ্নিত করে দ্রæত বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান ।

http://www.anandalokfoundation.com/