13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলা ভাষার  প্রথম প্রাণপুরুষ ধীরেন্দ্রনাথ দত্ত জন্মদিন

ডেস্ক
November 2, 2022 8:23 am
Link Copied!

বাংলাকে পাকিস্তান গণপরিষদে অন্যতম রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবকারী ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। তিনিই একমাত্র ব্যক্তি যিনি প্রথম মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে তুলে ধরেছিলেন। আজ বাংলা ভাষার  প্রথম প্রাণপুরুষ ধীরেন্দ্রনাথ দত্ত জন্মদিন। এই রক্ত ঝরা ভাষা আন্দোলনের যিনি প্রথম বীজ বপন করেছেন তিনি হচ্ছেন ভাষা সৈনিক এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা ‘ধীরেন্দ্রনাথ দত্ত’। অযত্ন-অবহেলায় পড়ে আছে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত বাড়িটি। বর্তমানে বাড়িটি দেখে বোঝার উপায় নেই এখানেই ধীরেন্দ্রনাথ দত্ত বসবাস করতেন। এটি এখন ভূতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে বাড়িটি সংস্কারে কোনো উদ্যোগ নেয়া হয়নি, এতে ভাষা সংগ্রামের সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হচ্ছে নতুন প্রজন্ম। ২০১০ সালে তৎকালীন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বাড়িটি পরিদর্শনে এসে এখানে ‘ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি জাদুঘর’ নির্মাণের আশ্বাস দিলেও গত প্রায় ১২ বছরেও এর বাস্তবায়ন হয়নি।

ভাষা সৈনিক ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্ত ১৮৮৬ সালের ২ নভেম্বর বৃহত্তর কুমিল্লা জেলার (তদানীন্তন ত্রিপুরা) ব্রাহ্মণবাড়িয়া মহকুমার রামরাইল গ্রামে জন্মগ্রহণ করেন, তাঁর বাবার নাম জগৎবন্ধু দত্ত। তাঁর বাবা ছিলেন সরকারি কর্মচারী, তিনি কসবা ও নবীনগর মুন্সেফ আদালতের সেরেস্তাদার হিসাবে তাঁর দীর্ঘ চাকুরী জীবনে অনেক সুনাম অর্জন করেছেন। ধীরেন্দ্রনাথ দত্ত  পড়াশোনা করেছেন নবীনগর হাই স্কুল, কুমিল্লা কলেজ এবং কলকাতার  কলেজে। তিনি ১৯০৪ সালে নবীনগর হাই স্কুল থেকে  প্রবেশিকা পাশ করে  কুমিল্লা কলেজ এ  ভর্তি হন এবং ১৯০৬ সালে সেখান থেকে  এফ.এ. ও ১৯০৮ সালে কলকাতা রিপন কলেজ  থেকে বি.এ পাশ করেছেন। একই কলেজ থেকে ১৯১০ সালে বি.এল পরীক্ষায় উর্ত্তীণ হন।

১৯০৬ সালে ছাত্রজীবনে ধীরেন্দ্রনাথ দত্তের বয়স যখন মাত্র ২১ বছর তখন কুমিল্লা মহকুমার মুরাদনগর থানার পূর্বধইর গ্রামের আইনজীবী কৃষ্ণকমল দাসমুন্সীর ১৪ বছরের কিশোরী কন্যা সুরবালা দাসকে বিয়ে করেন। ধীরেন্দ্রনাথ দত্ত ১৯১০ সালে আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কর্মজীবনে প্রবেশ করেন, প্রথমে কিছুদিন শিক্ষকতা করেন তৎপর শুরু হয় তাঁর রাজনৈতিক জীবন।

দেশ ভাগের ইতিহাসে ১৯৪৭ সালের ১৪ আগস্ট নবগঠিত পাকিস্তান রাষ্ট্রের সংবিধান প্রণয়নে গঠিত হয় ‘পাকিস্তান গণপরিষদ’। ভাষা ব্যবহারের প্রশ্নে  সংবিধানে কোন ভাষা ব্যবহার হবে- গণপরিষদের অধিবেশনে এ প্রশ্ন তোলা হলে প্রথম বাংলাভাষার দাবি উত্থাপন করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। সেদিনই তিনি তৎকালিন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে বাংলা ভাষার দাবী আনুষ্ঠানিক ভাবে উত্থাপন করেন। ১৯৪৮ সালের ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখে পাকিস্তান এর করাচীতে অনুষ্ঠিত  গণপরিষদের প্রথম সভায় ধীরেন্দ্রনাথ দত্ত মূল প্রস্তাবের ২৯ নং বিধির ১ নং উপ-বিধিতে উর্দু ও ইংরেজির পাশাপাশি ‘বাংলা’ শব্দটি যুক্ত করার দাবি জানিয়ে সংশোধনী প্রস্তাবটি দাখিল করেন যেখানে মূল প্রস্তাবে উত্থাপিত হয়েছিল – উর্দুর সঙ্গে ইংরেজিও পাকিস্তান গণপরিষদের সরকারি ভাষা হিসেবে বিবেচিত হবে।

তাঁর যুক্তি  উত্থাপনের এর সুনির্দিষ্ট কারণ তিনি উপস্থাপন করেন এই ভাবে – পাকিস্তানের ৫টি প্রদেশের ৬ কোটি ৯০ লাখ মানুষের মধ্যে প্রায় সাড়ে ৪ কোটি মানুষই বাংলা ভাষাভাষী। সুতরাং বৃহত্তর জনগোষ্ঠীর ভাষা বাংলাকেই প্রাধান্য দিতে হবে সবার আগে। তাই তিনি গণপরিষদে উর্দু ও ইংরেজীর পাশাপাশি বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভূক্তির সাহসী দাবি তোলেন। তৎকালীন পূর্ববাংলা থেকে নির্বাচিত অনেক সদস্যই বাংলা ভাষার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, ফলে ১১মার্চ পাকিস্তান গণপরিষদে রাষ্ট্রভাষা উর্দু বিল পাশ হয়ে যায়। ধীরেন্দ্রনাথ দত্ত করাচীর অধিবেশন থেকে ঢাকায় ফিরে এলে বিমান বন্দরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে বিপুল সংবর্ধনা দেন এবং মূলতঃ সেই মুহূর্ত থেকেই ভাষা আন্দোলনের সূত্রপাত।

অনেক ঘটনা অঘটনের পর অবশেষে ১৯৫০ সালে গণপরিষদে আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব উত্থাপিত হলে ধীরেন্দ্রনাথ দত্ত তীব্র  প্রতিবাদে ফেটে পড়েন। তখন থেকে বাংলার দামাল ছেলেরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাতৃ ভাষার রক্ষার জন্য মানসিক ভাবে তৈরী হতে থাকে। ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাস -ভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশে ছাত্ররা  জমায়েত হতে থাকে, তখন তৎকালীন নরপশু পাকিস্তানি সরকার গণহারে আন্দোনকারী ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং  চূড়ান্ত পর্যায়ে  ২১ ফেব্রুয়ারিতে ভাষা সৈনিক রফিক, জব্বার, সালাম সহ অগণিত আন্দোলনকারীর তাজা রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়ে যায়।  মাতৃভাষা বাংলার দাবিতে আন্দোলনকারীদের গণহারে হত্যাকাণ্ডের প্রতিবাদে ২২ ফেব্রুয়ারী ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের অধিবেশন বয়কট করেন।

কুমিল্লা কেন্দ্রিক আন্দোলন সংগ্রামের যেকোনো আলোচনায় সবার প্রথমে কেন্দ্রবিন্দুতে চলে আসে ভাষা আন্দোলনের এই প্রাণ পুরুষ ধীরেন্দ্রনাথ দত্তের নাম। আমৃত্যু তিনি দেশ মাতৃকার জন্য কাজ করে গেছেন, মাতৃভাষা আর দেশাত্মবোধই ছিল তাঁর একমাত্র ধ্যানজ্ঞান। মুক্তি যুদ্ধ চলাকালীন সময়ে অর্থাৎ ১৯৭১ সালের ২৯ মার্চ রাতে  আমাদের মহান ভাষা আন্দোলনের মহানায়ক ধীরেন্দ্র নাথ দত্তকে তাঁর একছেলে সহ কুমিল্লার নিজ বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে পাকহানাদার বাহিনী তাদের ক্যাম্প এ আটক করে এবং পাকহানাদারদের হাতে শহীদ হন বাংলা ভাষার এই প্রাণপুরুষ ধীরেন্দ্রনাথ দত্ত।

বলতে গেলে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষার দাবী উত্থাপনের সময় থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল কর্মসূচীতে সক্রিয় পরিকল্পনা এবং রাষ্ট্রভাষা বাংলার দাবীতে অনুষ্ঠিত বিভিন্ন সমাবেশ, মিছিল, গণসংযোগ রূপরেখা প্রণয়ন ইত্যাদিতে সকলের সাথে ধীরেন্দ্রনাথ দত্ত বিশেষ ভূমিকা পালন করেন। তিনি শুধু একলা নন তাঁর পারিবারিক পরম্পরায় সকলে বাংলা ভাষার মর্যাদা রক্ষক ও দেশ প্রেমিক – মনে প্রাণে বাঙালিত্ব তাঁদের পরিবারের রক্তে মিশে আছে। নারী জাগরণ, নারী শিক্ষা, নারী অধিকার ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে সমাজকর্মী এবং পাকিস্তান গণপরিষদে প্রথম বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবি তুলে ধরা ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি অ্যারোমা দত্ত ২০১৬ বেগম রোকেয়া পদকে ভূষিত হয়েছেন।

পরম শ্রদ্ধেয় ভাষা সৈনিক ও আমাদের আত্ম অহংকারী মহান মুক্তি যুদ্ধে শহীদ ‘ধীরেন্দ্রনাথ দত্তকে’ জ্ঞাপন করি আমাদের বিনম্র শ্রদ্ধা ও অপরিসীম কৃতজ্ঞতা।

http://www.anandalokfoundation.com/