ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলার ওপর নিষেধাজ্ঞা জারির অভিযোগ

admin
April 27, 2016 11:53 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ বাংলা-আমাদের মায়ের ভাষা। যে ভাষার জন্য ৫২তে বাঙালি প্রাণ দিয়েছে অকাতরে, সম্প্রতি সেই বাংলায় কথা বলার ওপর লিখিত নিষেধাজ্ঞা জারির অভিযোগ পাওয়া গেছে রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে।

এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তাদের দাবি, কে বা কারা এমন নোটিশ ঝুলিয়েছিলো তা জানা নেই তাদের, ইতোমধ্যে নোটিশটি সরিয়েও নিয়েছেন তারা। এদিকে এমন নিষেধাজ্ঞা জারিকে চরম ধৃষ্টতা এবং প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী।

গৌরবের মিনার শুধু মাতৃভাষা বাংলার জন্যই। প্রতি বছরের এমন আয়োজন, এমন শ্রদ্ধা নিবেদন বাঙালির অহংকারেরও বটে। হবেই বা না কেন, এ ভাষার জন্যই যে ঝরেছে কত প্রাণ, কত রক্ত।

যে ভাষার জন্য এত আত্মত্যাগ; সেই ভাষায় কথা বললে শাস্তি পেতে হবে সম্প্রতি এমন নোটিশ জারির অভিযোগ পাওয়া গেছে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে। রাজধানীর গুলশানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল নামের ওই স্কুলে নোটিশটি ঝুলতে দেখা যায়। সেই নোটিশের ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। ফেসবুকতো বটেই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও সমালোচনার ঝড় ওঠে।

তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি স্কুল কর্তৃপক্ষ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, যারা এমন নোটিশ দেয় তাদেরই শাস্তি হওয়া উচিত।

শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরীর মতে, সরকারের ধারাবাহিক নজরদারির অভাবে এমন সাহস পাচ্ছে ইংলিশ মিডিয়ামগুলো। তার মতে, বাংলাদেশেই বাংলা ভাষায় কথা বলার উপর নিষেধাজ্ঞা জারির এমন ঘটনা সত্যিই- নির্মম পরিহাস!

http://www.anandalokfoundation.com/