বিশেষ প্রতিবেদকঃ সব হিন্দু উচ্ছষ্টভোগী কুকুর না, সব হিন্দু আপনাদের পোষা কুকুর না; যে আপনারা যা করবেন তাতেই প্রভুভক্তি দেখাতে পা চাটবে, সব হিন্দু বিবেক বুদ্ধি নীতি নৈতিকতা আদর্শ হারিয়ে ফেলেনি বলে মন্তব্য করলেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
আজ বুধবার সামাজিক মাধ্যম ফেইসবুকের মাধ্যমে তিনি এধরনের একটি স্ট্যাটাস দেন।
তিনি বলেন, প্রধান বিচারপতির পক্ষে সংবাদ সম্মেলন করায় আওয়ামীলীগের নেতারা খুব চটেছেন। পুজা উদযাপন ও ঐক্যপরিষদের আমন্ত্রনে প্রকাশ্যে বিভিন্ন মন্দিরে গিয়ে জনসভা করে সে বিষয়ে বিষোদ্গার করছে। হিন্দুরা সব সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে বলে সতর্ক থাকতে বলছেন।
তিনি আরও আওয়ামী নেতাদের কাছে প্রশ্ন রাখেন যে, আপনারা মুসলিম লীগ করে ৪৭ এ ভারত ভাগ করেছিলেন কেন? ৭১ এ হিন্দুদের শত্রু ঘোষনা দিয়ে তাড়িয়ে দিয়ে তাদের সম্পত্তি শত্রু সম্পত্তি ঘোষনা করে দখল করেছিলেন কেন? এখন আপনার ভাইয়েরা কেউ বিএনপি, কেউ জামাত, কেউ হেফাজত, কেউ হিজবুত তাহেরী, কেউ খেলাফত আন্দোলন সহ শত শত মৌলবাদী জঙ্গী সংগঠন করে কেন?
তার মানে আওয়ামী নেতারা বুঝাতে চান মুসলমানরা স্বাধীন। তারা স্বাধীনভাবে সংগঠন করতে পারবে, স্বাধীনভাবে মতামত প্রকাশও করতে পারবে। শুধু হিন্দুরা থাকবে তাদের পোষা কুকুর হয়ে, গোলাম হয়ে।
তবে মনে রাখতে হবে সব হিন্দু উচ্ছষ্টভোগী কুকুর না, সব হিন্দু আপনাদের পোষা কুকুর না; যে আপনারা যা করবেন তাতেই প্রভুভক্তি দেখাতে পা চাটবে, সব হিন্দু বিবেক বুদ্ধি নীতি নৈতিকতা আদর্শ হারিয়ে ফেলেনি।