ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বর্তমানে আইসিইউতে বিএনপি: হাছান মাহমুদ

admin
August 24, 2016 5:16 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:  আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ জানিয়েছেন রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই।

রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধীতাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা উদ্বেগ প্রকাশ করার নামে রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। বরং কোনো পরামর্শ থাকলে থাকলে সরকারকে তা জানাতে পারেন।’

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি পরিবেশ রক্ষার জন্য রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরোধিতা করছে বলে তাদের দাবি। অথচ যারা পেট্রোলবোমা মেরে মানুষ মারতে পারে, তারা পরিবেশ রক্ষার আন্দোলন করবে, এ কথা একেবারে হাস্যকর বলে উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ রক্ষার জন্য নয়, বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার পায়তারা করছে তারা।

বিএনপি বর্তমানে আইসিইউতে আছে দাবি করে তিনি বলেন, মাত্র আট বছর ক্ষমতার বাইরে থাকায় তাদের অবস্থা এমন হয়েছে যে, দেখে মনে হয়, তারা আইসিইউতে আছে।’

বিএনপির নতুন কমিটি নিয়ে তিনি বলেন, খালেদা জিয়া ঘোষিত নতুন কমিটির অনেক সদস্যই অসন্তুষ্ট। এই ‘অসন্তুষ্ট বিদ্রোহী গ্রুপ’ জিয়ার কবরে ফুল দিয়ে নতুন কোনো শপথ নেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

২১ আগস্টের গ্রেনেড হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, মূলত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিএনপি এ হামলা চালিয়েছে।

আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সংগঠনের উপদেষ্টা রোকেয়া বেগম প্রমুখ।

অনুষ্ঠানের শেষে ১৫ ও ২১ আগস্টের নিহতদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

http://www.anandalokfoundation.com/