14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Link Copied!

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জেলার আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল সাড়ে দশটায় দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় বধ্যভূমি রাজিহার গ্রামের কেতনার বিলের শহীদ স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। দুপুরে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের মরার ভিটা নামক এলাকার ১৩৫ শহীদের বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনতা।

দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম ফকির প্রমুখ।

http://www.anandalokfoundation.com/