ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু দেশ গঠনে বেশকিছু যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করেছিলেন -সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

Rai Kishori
August 3, 2019 11:10 pm
Link Copied!

বঙ্গবন্ধু দেশ গঠনে মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতক ও দুষ্কৃতকারীদের জঘন্য চক্রান্তের শিকার হয়ে বঙ্গবন্ধু সপরিবারে শাহাদতবরণ করেন। কিন্তু এত অল্প সময়ের মধ্যে তিনি দেশ গঠনে বেশকিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিল্প-সাহিত্য-সংস্কৃতি-সহ রাষ্ট্রের এমন কোনো শাখা ছিল না যেখানে তাঁর পরিকল্পনার ছাপ ছিল না। বললেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত ‘দেশ গঠনে বঙ্গবন্ধু’ বিষয়ক সেমিনার এবং জাদুঘরে সংগৃহীত জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতি নিদর্শন নিয়ে মাসব্যাপী বিশেষ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন, যুগোপযোগী পররাষ্ট্রনীতি প্রণয়ন, যুদ্ধাপরাধীদের বিচারের নিমিত্ত ‘বাংলাদেশ কলাবোরেটরস স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার’ জারিকরণ, এক বছরেরও কম সময়ের মধ্যে বাংলাদেশের সংবিধান প্রণয়নসহ বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধুর সেসব পদক্ষেপ ও পরিকল্পনাসমূহ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে যার ফলে বাংলাদেশ সারাবিশ্বে একটি সম্ভাবনাময় ও উন্নয়নের রোল মডেল দেশ হিসেবে বিবেচিত হচ্ছে।

 বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অভ্  ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহম্মদ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মোঃ আবদুল মজিদ।

প্রতিমন্ত্রী এর আগে জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতি নিদর্শন, আলোকচিত্র, পেইন্টিং এবং বঙ্গবন্ধুর ওপর প্রকাশিত গ্রন্থের বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেন।

http://www.anandalokfoundation.com/