আজ সোমবার বিকালে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রথম সভা অনুষ্ঠিত হয়।
জাতির পিতার জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও সুষ্ঠুভাবে উদ্যাপন উপলক্ষ্যে গত ১৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে সরকার দুইটি কমিটি গঠন করেছে: (১) ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটি’ এবং (২) ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’।
মাননীয় প্রধানমন্ত্রী উল্লিখিত জাতীয় কমিটির সভাপতি। তাঁর সভাপতিত্বে ইতোমধ্যে গত ২০ মার্চ ২০১৯ তারিখে জাতীয় কমিটি ও বাস্তবায়ন কমিটির একটি যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয় স্থাপিত হয়েছে এবং এর কার্যক্রম শুরু হয়েছে।
আজ অনুষ্ঠিত জাতীয় বাস্তবায়ন কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সাবেক মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী জনাব মোহাম্মদ হাছান মাহ্মুদ, বস্ত্র ও পাট মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী, জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, ট্রাস্টি, সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জনাব ইয়াফেস ওসমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মোঃ শাহ্রিয়ার আলম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব মো: জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, জনাব মোহাম্মদ শফিউল আলম, মন্ত্রিপরিষদ সচিব, জনাব অসীম কুমার উকিল, সংসদ সদস্য, জনাব র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, সংসদ সদস্য, জনাব অ্যারোমা দত্ত, সংসদ সদস্য, জনাব আবদুল মালেক, সচিব, তথ্য মন্ত্রণালয়, জনাব মো. আনিছুর রহমান, সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, জনাব ফয়েজ আহম্মদ, সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, জনাব সাজ্জাদুল হাসান, সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেগম কামরুন নাহার, সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, লে. জে. মোঃ মাহফুজুর রহমান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ, জনাব মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, মহাপুলিশ পরিদর্শক, বেগম সারাহ বেগম কবরী, চলচ্চিত্র শিল্পী, জনাব নজরুল ইসলাম খান, কিউরেটর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর, জনাব হাবীবুল্লাহ সিরাজী, মহাপরিচালক, বাংলা একাডেমি, জনাব লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জনাব এস এম হারুন অর রশীদ, মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন, জনাব মোঃ রিয়াজ আহম্মদ, মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘর, জনাব নারায়ণ চন্দ্র শীল, মহাপরিচালক, বাংলাদেশ বেতার, অধ্যাপক ড. জীনাত ইমতিয়াজ আলী, মহাপরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, লে. কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক, জনাব মাশুরা হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, জনাব আবেদ খান, সাংবাদিক, বেগম সারা যাকের, নাট্যশিল্পী, জনাব এম, শিল্পী রফিকুন নবী, জনাব আতাউর রহমান, এ আলমগীর, চলচ্চিত্র শিল্পী, শেখ ফজলে শামস পরশ, জনাব রবিউল হুসাইন, কবি ও স্থপতি, কবি মুহম্মদ নুরুল হুদা, জনাব অঞ্জন চৌধুরী, চেয়ারম্যান, মাছরাঙা টেলিভিশন, জনাব ইমদাদুল হক মিলন লেখক ও সাংবাদিক, জনাব ফরিদুর রেজা সাগর, ব্যবস্থাপনা পরিচালক, চ্যানেল আই, সৈয়দ বদরুল আহসান সাংবাদিক, জনাব স্বদেশ রায়, সাংবাদিক, জনাব গোলাম কুদ্দুছ সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জনাব আনিসুল হক, কথাশিল্পী, কবি তারিক সুজাত, কথাশিল্পী কাজী আনিস আহমেদ, সংগীতশিল্পী জনাব সাজেদ আকবর, সাংবাদিক জনাব মোজাম্মেল হক বাবু, সাংবাদিক জনাব সুভাষ সিংহ রায়, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি জনাব ফরিদ আহমেদ, জনাব সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি, বিজিএমইএ, জনাব আমিনুল ইসলাম, উপপ্রচার সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, জনাব ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসক্লাব, জনাব সাব্বির বিন শামস, নির্বাহী পরিচালক, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন প্রমুখ।
সভার শুরুতে প্রধান সমন্বয়ক জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন। অতঃপর আগামী ১৭ মার্চ ২০২০ হতে ২০২১ সাল পর্যন্ত বছরব্যাপী জাতির পিতার জন্মশতবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করার লক্ষ্যে সভায় কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন বক্তব্য প্রদান করেন। পর্যায়ক্রমে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়; বিশেষ করে এই বিশাল কর্মকাণ্ডের জন্য ওয়েবসাইট প্রস্তুত, লোগো তৈরি ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়।
সভায় বিস্তারিত আলোচনাক্রমে জাতির পিতার জন্মশতবার্ষিকী সুষ্ঠুভাবে উদ্যাপন করার লক্ষ্যে বিষয়ভিত্তিক নিম্নলিখিত উপকমিটিসমূহ গঠন করা হয়:
(ক) সেমিনার, ওয়ার্কসপ ও আলোচনা সভা আয়োজন উপকমিটি;
(খ) আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপকমিটি;
(গ) সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজন উপকমিটি;
(ঘ) প্রকাশনা ও সাহিত্য উপকমিটি;
(ঙ) আন্তর্জাতিক প্রকাশনা ও অনুবাদ উপকমিটি;
(চ) ক্রীড়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন উপকমিটি;
(ছ) মিডিয়া, প্রচার ও ডকুমেন্টেশন উপকমিটি;
(জ) চলচ্চিত্র ও তথ্যচিত্র উপকমিটি।
উক্ত উপকমিটিসমূহকে যথাশীঘ্র তাদের স্ব স্ব বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় বাজেট নির্ধারণের জন্য অনুরোধ করা হয়। পরিশেষে, সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।