13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফেলানির পরিবারকে পাঁচ লাখ রূপি দেয়ার নির্দেশ

admin
September 1, 2015 7:20 am
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ সদস্যর গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যার ঘটনায় তার পরিবারকে পাঁচ লাখ রুপি (ছয় লাখ পাঁচ হাজার টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন।

সোমবার কলকাতাভিত্তিক মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম) সম্পাদক কিরিটি রায় এ খবর নিশ্চিত করে জানান, নির্দেশনা বাস্তবায়নের জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশন। তিনি বলেন, ‘মাসুমের তরফে আমরা ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের কাছে বিষয়টি বিবেচনা করে দেখার জন্য আবেদন জানিয়েছিলাম। সেই আবেদনের ভিত্তিতে এদিন জাতীয় মানবাধিকার কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক বৈঠকে আলোচনা শেষে এ নির্দেশ দেন। ভারতের জাতীয় কমিশনের তরফে বলা হয়েছে, নির্মম ওই হত্যাকান্ডের জন্য ফেলানীর পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক।

মাসুমের সম্পাদক বলেন, ‘আমরা ফেলানী হত্যা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। ভারতের সুপ্রিম কোর্টেও আমরা বিষয়টি জানিয়েছি। যেভাবে ফেলানীকে হত্যা করে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল, তা একদিকে যেমন ভয়ংকরভাবে মানবতাবিরোধী, তেমনি অত্যন্ত নিষ্ঠুরও বটে। আমাদের সংগঠন ওই হত্যাকান্ডে ন্যায়বিচারের লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। আমরা ফেলানী হত্যায় ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তার পরিবারের পাশে থেকে সব রকমভাবে তাদের আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করে যাব।

২০১১ সালের জানুয়ারি মাসে বাবার সঙ্গে সীমান্তের কাঁটাতার পেরিয়ে দেশে ফিরছিল বাংলাদেশি কিশোরী ফেলানি খাতুন। তার বিয়ে ঠিক হয়েছিল দেশে। দালালদের সাহায্য বেড়ার গায়ে তিনটি মই লাগিয়ে ফেলানি যখন সীমানা পার হচ্ছিল, সেই সময়ে বিএসএফ সদস্য অমিয় ঘোষ তাঁর সার্ভিস রাইফেল থেকে গুলি চালান। বি এস এফ নিজেই তার বাহিনীর সদস্যের বিরুদ্ধে হত্যার মামলা করে। আইন অনুযায়ী বি এস এফ তাদের নিজের আদালতেই বিচার করে ২০১৩ সালে অমিয় ঘোষকে নির্দোষ বলে রায় দেয়। বাহিনীর মহাপরিচালক সেই রায়ের পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছিলেন। মামলার পুনর্বিচারেও অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়।

ফেলানী হত্যাকান্ডের ন্যায়বিচার চেয়ে গত ১৪ আগস্ট বাংলাদেশে বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) মাধ্যমে এবং ভারতের মাসুমের সহযোগিতায় ভারতের সুপ্রিম কোর্টে মামলা করেন ফেলানীর বাবা নুরুল ইসলাম।

http://www.anandalokfoundation.com/